AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ম্যাচ জিতে কলকাতার প্রশংসায় ডি’কক


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:০৮ পিএম, ২৭ মার্চ, ২০২৫
ম্যাচ জিতে কলকাতার প্রশংসায় ডি’কক

প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে রান করতে পারেননি কুইন্টন ডি’কক। গুয়াহাটিতে সেই আফসোস রাখলেন না। ৯৭ রানে অপরাজিত রইলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ওপেনার জানালেন ১০ দিনের প্রস্তুতির ফসল পাচ্ছেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কুইন্টন ডি’কক। বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগ খেলেন তিনি। ডি’কক বলেন, “সুযোগ কাজে লাগাতে পেরে ভাল লাগছে। আন্তর্জাতিক ক্রিকেট খেলছি না বলে তৈরি হতে অসুবিধা হচ্ছে এমন নয়। তিন মাস ছুটিতে ছিলাম। ১০ দিনের প্রস্তুতি নিয়েছিলাম মৌসুম শুরুর আগে। সেটাই কাজে লেগেছে। সবে দ্বিতীয় ম্যাচ খেলেছি। দেখে শুনে এগোতে চাইছি।” 

গুয়াহাটিতে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। পরে ব্যাট করার সুযোগ পেয়ে লাভ হয়েছে বলে মনে করেন ডি’কক। তিনি বলেন, “আমাদের ভাগ্য ভাল পরে ব্যাট করার সুযোগ পেয়েছি। উইকেটটা দেখার সময় পেয়ে গিয়েছিলাম। বল কেমন ভাবে ব্যাটে আসছে সেটা দেখে নিয়েছিলাম আমরা। পরিস্থিতি অনুযায়ী খেলেছি। আইপিএল মানেই ছক্কার খেলা। কিন্তু আমার জন্য সেটা নয়। আমি শুধু নিজের মতো খেলে ম্যাচ জেতাতে চাই।”

গত বারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন ডি’কক। এ বারে তাকে কিনে নেয় কলকাতা। ডি’কক বলেন, “নতুন মানুষের সঙ্গে আলাপ করতে ভাল লাগে। নতুন পরিবেশ ভাল লাগে। কখনও কোনও দলে মিশতে সময় লাগে। কিন্তু কেকেআরে সকলে আমাকে খুব আপন করে নিয়েছে। সেটা ভাল লাগছে।”

আইপিএলের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেলেন অজিঙ্ক রাহানেরা। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫১ রান তুলেছিলেন রিয়ান পরাগেরা। জবাবে কেকেআর করল ২ উইকেটে ১৫৩। জয় এল ১৫ বল বাকি থাকতেই।

একুশে সংবাদ/ এস কে

Link copied!