AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চিকিৎসকরা তামিমের সবশেষ অবস্থা জানালেন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:২৪ পিএম, ২৭ মার্চ, ২০২৫
চিকিৎসকরা তামিমের সবশেষ অবস্থা জানালেন

তামিম ইকবাল গাজীপুরের কেপিজে হাসপাতাল থেকে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালেবৃহস্পতিবার (২৭ মার্চ) সেখান থেকে তামিমের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন চিকিৎসকরা।

গত সোমবার (২৪ মার্চ) ডিপিএল ম্যাচ খেলতে গিয়ে বিকেএসপির তিন নম্বর মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। অস্বস্তি বৃদ্ধি পেলে নিজের গাড়িতেই পার্শ্ববর্তী কেপিজে হাসপাতালে যান এই তারকা। এরপর পুনরায় মাঠে ফিরে আসেন। তাকে ঢাকায় ফিরিয়ে নিতে বিকেএসপিতে হেলিকপ্টারও উড়িয়ে আনা হয়। 

কিন্তু দ্বিতীয় দফায় ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে তাকে আর হেলিকপ্টারেও ওঠানো সম্ভব হয়নি। ফলে ফের কেপিজে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা ২২ মিনিট সিপিআর এবং ৩টি ডিসি শক দিয়ে তামিমকে চিকিৎসা দেয়ার মতো অবস্থায় নিয়ে আসেন। এরপর তার এনজিওগ্রাম করা হয় এবং ব্লক হয়ে যাওয়া ধমনিতে রিং (স্টেন্ট) বসানো হয়।  

সেখানে দুইদিনের চিকিৎসা শেষে বুধবার (২৬ মার্চ) রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে স্থানান্তরিত হন তামিম।

সেখান থেকে আজ তার শারীরিক অবস্থা নিয়ে কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘আলহামদুলিল্লাহ, আজকে ইকো করিয়েছি। ইকোতে সামান্য মুভমেন্ট কমেছে হার্টের। তবে পরিস্থিতি যা, তাতে তিনি খুবই ভালো জীবন অতিবাহিত করতে পারবেন। ক্রিকেটে ফিরতে পারবে কি পারবে না, এটা ৪ মাস পর কার্ডিয়াক টিম বসে পরীক্ষা করে তারপর বলব।’

তামিমের শারীরিক অবস্থান জানতে এভারকেয়ারে গঠন করা হয়েছিল বিশেষ বোর্ড। সেখানে সব চিকিৎসকরা তার অবস্থার উন্নতি দেখেছেন। ২-১ দিনের মধ্যে বাসায় যেতে পারবেন বলেও আশা করছেন তারা।

এভারকেয়ার হাসাপাতালের এক কর্মকর্তা বলেন, ‘অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে পাঁচ জন সিনিয়র কার্ডিওলজিস্টকে নিয়ে বোর্ড মিটিং হয়। মিটিংয়ের প্রতিবেদন অনুযায়ী তামিম আলহামদুল্লিাহ ভালো আছেন। উনি খাওয়া-দাওয়া করছেন, সবার সঙ্গে কথা বলছেন। আজকে সিসিইউ থেকে রুমে চলে যাবেন। আর ২-১ দিনের পর্যবেক্ষণ শেষে তিনি বাসায় চলে যেতে পারবেন।’

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে তামিমের বেঁচে ফেরার কৃতিত্ব এভারকেয়ারের এই কর্মকর্তা দেন শুরু থেকে তার সঙ্গে থাকা ফিজিওদের। তাদের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় তামিম বেঁচে ফিরেছেন বলে দাবি করেন তিনি। চিকিৎসাধীন আছেন ।

একুশে সংবাদ/ এস কে

Link copied!