নিউজিল্যান্ড সফরে ব্যর্থতার এক নির্মম চিত্র হয়ে উঠেছে পাকিস্তান ক্রিকেট দল। ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পাশাপাশি নতুন দুশ্চিন্তার নাম এখন ওপেনার ইমাম-উল-হক। সিরিজের শেষ ম্যাচে বলের আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের দেওয়া ২৬৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে পাকিস্তান। ইনিংসের তৃতীয় ওভারে জ্যাকব ডাফির একটি ডেলিভারিতে এক রান নিতে গিয়ে বিপদের মুখে পড়েন ইমাম। শর্ট কাভার থেকে থ্রো করা বলটি সরাসরি তার হেলমেটের সামনের গ্রিল ভেদ করে মুখে আঘাত হানে।
আঘাতের পর মাটিতে বসে পড়েন ইমাম। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও অস্বস্তি অনুভব করায় তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার বিভিন্ন মেডিকেল পরীক্ষা করা হয়েছে, তবে এখনো আনুষ্ঠানিকভাবে তার চোটের বিস্তারিত জানায়নি পাকিস্তান দল।
ইমামের পরিবর্তে আইসিসির কনকাশন বদলি নিয়ম অনুযায়ী উসমান খান ক্রিজে নামেন। তিনি করেন ১৭ বলে ১২ রান। এর আগে ইমাম ৭ বলে করেন মাত্র ১ রান।
শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচটি ৪৩ রানে হেরে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়। রিজওয়ান ও বাবর আজমের মতো তারকা থাকা সত্ত্বেও এই ভরাডুবি দলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :