আইপিএলের চলতি আসরে রাজস্থানের বিপক্ষে প্রথম ম্যাচেই ২৮৬ রানের পাহাড়সম স্কোর গড়ে চমকে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ট্রাভিস হেড ও ঈশান কিষাণের ব্যাটে ভর করে সে ম্যাচে তাদের আগ্রাসী ব্যাটিং দেখে অনেকেই আশাবাদী হয়ে উঠেছিলেন—এবার হয়তো ২০ ওভারে ৩০০ রানের ইতিহাস গড়বে ‘অরেঞ্জ আর্মি’।
কিন্তু বাস্তবতা যেন একেবারেই উল্টো চিত্র আঁকছে। রাজস্থান ম্যাচের পর পারফরম্যান্সের ধারাবাহিকতা একদমই ধরে রাখতে পারেনি হায়দরাবাদ। লক্ষ্ণৌ, দিল্লি এবং কলকাতার বিপক্ষে টানা তিন হারের পর আজ গুজরাট টাইটান্সের বিপক্ষে প্যাট কামিন্সের দল মাঠে নামে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার আশায়।
এমনিতেই ৪টির মধ্যে ৩টি ম্যাচ টানা হেরে লিগ টেবিলের একেবারে নীতে সানরাইজার্স হায়দরাবার। গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ফের একবার ব্যর্থ হায়দরাবাদের তারকা খোচিত ব্যাটিং লাইন। যে ব্যাটিং লাইনকে একসময় ভয়ঙ্কর বলে মনে হচ্ছিল, সেই ব্যাটারাই এখন দলের স্কোর ১৫০-পার করতে হিমসিম খাচ্ছে। মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, সাই কিশোরদের দাপটে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫২ রান করে সানরাইজার্স হায়দরাবাদ।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ গুজরাত। ট্রেভিস হেড ও অভিষেক শর্মাকে ফিরিয়ে হায়দ্রাবাদকে শুরুতেই ধাক্কা দেয় প্রতিযেগিতায় দুরন্ত ফর্মে থাকা মহম্মদ সিরাজ। ইশান কিশানকে সাজঘরে ফেরত পাঠান প্রসিদ্ধ কৃষ্ণা। ৫০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সানরাইজার্স। নীতিশ কুমার রেড্ডি ও হেনরিক ক্লাসেন ৫০ রানের পার্টনারশিপ না করলে সম্মানজনক স্কোরেও পৌছতে পারত না সানরাইজার্স।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :