বিশ্বজুড়ে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত বদলে যাচ্ছে খেলাধুলার চিত্রও। ফুটবলের মতো ক্রিকেটেও প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে, যার ফলে খেলার মান ও নির্ভুলতা দুই-ই বাড়ছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন হলো পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। আসন্ন দশম আসরে পুরোপুরি চালু হচ্ছে নতুন প্রযুক্তি—ম্যাচ অফিসিয়ালস টেকনোলজি (MOT)।
ইতিপূর্বে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে এই প্রযুক্তি ব্যবহার করেছিল পিএসএল। তবে এবার পুরো আসর জুড়েই থাকবে MOT-এর কার্যকারিতা। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো—বোলারের নো বল স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা যাবে, ফলে ফিল্ড আম্পায়ারের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে আরও সহজ ও নির্ভুল। পাশাপাশি রিপ্লে সিস্টেমে থাকবে একাধিক স্ক্রিন, যা তৃতীয় আম্পায়ারদের সিদ্ধান্ত গ্রহণকে করবে আরও কার্যকর ও দ্রুত।
সোমবার (৭ এপ্রিল) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন প্রযুক্তি ব্যবহারের বিষয়টি নিশ্চিত করে।
আগামী ১১ এপ্রিল শুরু হচ্ছে পিএসএলের দশম আসর, চলবে ১৮ মে পর্যন্ত। লাহোর, রাওয়ালপিন্ডি, মুলতান ও করাচি—এই চার ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের ম্যাচগুলো।
এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি দল। তবে আয়োজকদের ঘোষণা অনুযায়ী, এটাই ছয় দল নিয়ে শেষ পিএসএল আসর। আগামী বছর থেকে পিএসএলে যুক্ত হবে আরও দুটি নতুন দল, অর্থাৎ ২০২৬ সাল থেকে শুরু হবে আট দলের নতুন পর্ব।
ম্যাচ অফিশিয়ালস টেকনোলজি (এমওটি) সুবিধার আওতায় যা যা থাকবে
১. মাল্টিস্ক্রিন রিপ্লে ভিউয়ার
২. আল্ট্রামোশন ক্যামেরা ব্যবহার করে অটো নো-বল শনাক্তকরণ
৩. মাঠের ওপর এবং মাঠের বাইরে আম্পায়ার কমিউনিকেশন সিস্টেম
৪. রিয়েল-টাইম DRS এবং ইনিংস টাইমার
৫. ম্যাচ রেফারিদের জন্য তাৎক্ষণিক ক্লিপ অ্যাক্সেস
৬. উন্নত রিভিউয়ের জন্য এম্বেডেড কমিউনিকেশন ও মাইক অডিও
৭. তৃতীয় আম্পায়ারের জন্য ট্যাবলেট-ভিত্তিক লগিং
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :