পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৫ আসরের জন্য ইতোমধ্যেই দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার—লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। আসর শুরু হচ্ছে আগামী ১১ এপ্রিল, তার আগেই অংশগ্রহণের লক্ষ্যে দেশ ছেড়েছেন রিশাদ ও লিটন।
প্লেয়ার্স ড্রাফটে লিটনকে দলে নিয়েছে করাচি কিংস, রিশাদ খেলবেন লাহোর কালান্দার্স দলে, আর নাহিদ রানা রয়েছেন পেশোয়ার জালমি`র স্কোয়াডে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন ক্রিকেটারকেই পিএসএলে খেলার জন্য অনাপত্তিপত্র (NOC) দিয়েছে। তবে সবাই একসঙ্গে পাকিস্তানে যাচ্ছেন না।
সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় প্রথমে পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন লেগ স্পিনার রিশাদ হোসেন। তার ঠিক পরদিন মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পিএসএল খেলতে ঢাকা ত্যাগ করেন লিটন দাস। যদিও নাহিদ রানাকে পুরো টুর্নামেন্টের জন্য ছাড়েনি বিসিবি—সিলেট টেস্ট শেষে যোগ দেবেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেশ ছাড়ার মুহূর্তের ছবি শেয়ার করে লিটন দাস ভক্তদের কাছে নিজের এবং দলের জন্য দোয়া ও সমর্থন চেয়েছেন। অন্যদিকে, রিশাদ জানিয়েছেন, লাহোর কালান্দার্সকে শিরোপা জেতাতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।
গুরুত্বপূর্ণ তথ্য:
লিটন ও রিশাদ—পুরো আসরের জন্য এনওসি পেয়েছেন, ফলে তারা জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজে থাকছেন না।
নাহিদ রানা—বিসিবির অনুমতিপত্র পাবেন সিলেট টেস্টের পর; তখন যোগ দেবেন পেশোয়ার জালমির শিবিরে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :