জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০ এপ্রিল শুরু হবে দুই ম্যাচের এই সিরিজের প্রথম টেস্ট।
দলে বড় চমক হিসেবে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন পেসার তাসকিন আহমেদ। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, বাঁ পায়ের গোড়ালির সমস্যায় পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তাসকিন, ফলে এই সিরিজে তাকে পাওয়া যাবে না।
এছাড়া, পিএসএল খেলতে যাওয়ায় উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসও থাকছেন না স্কোয়াডে। তার জায়গায় দলে রয়েছেন জাকের আলি অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন। ইনজুরি কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
জিম্বাবুয়ে দল বাংলাদেশে পা রাখবে আগামী ১৫ এপ্রিল। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
সিলেট টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)
মাহমুদুল হাসান জয়
সাদমান ইসলাম
জাকির হাসান
মুমিনুল হক
মুশফিকুর রহিম
মাহিদুল ইসলাম অঙ্কন
জাকের আলি অনিক
মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক)
তাইজুল ইসলাম
নাঈম হাসান
নাহিদ রানা
হাসান মাহমুদ
সৈয়দ খালেদ আহমেদ
তানজিম হাসান সাকিব
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :