আইপিএল ২০২৫ এর ২১তম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে রীতিমতো এক রান বন্যা ঘটল ইডেন গার্ডেন্সে। দুই ইনিংস মিলিয়ে ৪৭২ রান হওয়ার পরেও কলকাতা নাইট রাইডার্স জয় থেকে মাত্র ৪ রান দূরে থাকতে পরাজিত হয়। ২৩৯ রানের লক্ষ্য দেওয়া লখনৌ, কলকাতাকে মাত্র ৪ রানে পরাজিত করে।
মঙ্গলবার (৮ এপ্রিল) ম্যাচটি শুরু হয় লখনৌর ব্যাটিং দিয়ে। তারা ২৩৮ রান সংগ্রহ করার পর, কলকাতা যখন জয়ের জন্য ২৩৯ রান তাড়া করতে নামে, তখন শুরু থেকেই অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়। ওপেনার কুইনটন ডি কক ৯ বলে ১৫ রান করে আউট হয়ে যান। তার পর সুনীল নারিন কিছুটা দ্রুত ব্যাট চালালেও ১৩ বলে ৩০ রান করে তিনি ফিরে যান।
কলকাতার লড়াইটা তখন শুরু হয় আজেঙ্কা রাহানে এবং ভেঙ্কাটেশ আইয়ারের মধ্যে। ২৬ বলে ৫০ রান করে রাহানে দলের আক্রমণকে টেনে নিয়ে যান। তবে ১৩তম ওভারে তার আউট হওয়ার পর কলকাতা বড় চাপে পড়ে। রামানদীপ সিং (১), রঘুবাংশী (৫), এবং আইয়ার (৪৫) আউট হলে কলকাতা বিপদে পড়ে।
শেষ পর্যন্ত, আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিংয়ের মধ্যে ১৮ বলে ৪৫ রান প্রয়োজন ছিল, তবে শেষ ওভারে কলকাতা ২৪ রান তুলতে পারে। রিঙ্কু সিং ১৫ বলের ৩৮ রান করার পরেও তার একক লড়াই কলকাতাকে জয়ের দরজা খুলে দিতে পারল না। শেষ পর্যন্ত ২৩৪ রানেই তারা থামে এবং ৪ রানে জয়ী হয় লখনৌ সুপার জায়ান্টস।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে লখনৌ শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে। এইডেন মারক্রাম এবং মিচেল মার্শ পাওয়ার প্লেতে ৫৯ রান তোলেন। মারক্রাম ২৮ বলে ৪৭ রান করে আউট হলেও মার্শ ৩৬ বলে ফিফটি তুলে যান। এরপর নিকোলাস পুরানও ২১ বলে ফিফটি তুলে ৩৬ বলের ৮৭ রান করে দলকে ২৩৮ রানের বড় পুঁজি এনে দেন।
এই রান বন্যার ম্যাচে কলকাতা ৪ রানে পরাজিত হলেও, রিঙ্কু সিংয়ের বিধ্বংসী ইনিংসটি অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :