লিওনেল মেসির জোড়া গোলে চমক দেখিয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে তারা ৩-১ গোলে হারিয়েছে লস অ্যাঞ্জেলেস এফসি-কে।
দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে শেষ চারে জায়গা পায় মেসিরা।
ম্যাচের মুহূর্তগুলোঃ
৯ মিনিটেই এগিয়ে যায় এলএএফসি – অ্যারন লংয়ের গোলে ইন্টার মায়ামির সমর্থকদের কপালে চিন্তা।৩৫তম মিনিটে সমতায় ফেরেন মেসি – দুর্দান্ত গোল করে আশার আলো দেখান বিশ্বকাপজয়ী এই তারকা।৬১ মিনিটে রেদোনদোর গোলে এগিয়ে যায় মায়ামি, চিপ করে বল বাড়ান অ্যালেন। তবে দুই লেগ মিলিয়ে তখনও সমতা।৬৭ মিনিটে সুয়ারেজের গোল অফসাইডে বাতিল, হতাশ হলেও আশা হারায়নি মায়ামি।৮৪তম মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন মেসি – ঠাণ্ডা মাথায় জালে বল ঠেলে ম্যাচে নিশ্চিত করেন মায়ামির জয়।
শেষদিকে গোলরক্ষক অস্কারের দুটি দুর্দান্ত সেভ ইন্টার মায়ামিকে এনে দেয় চূড়ান্ত উল্লাস।
সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ:
মেক্সিকোর পুমাস অথবা কানাডার ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস (এমএলএস)
মেসির এমন দুর্দান্ত পারফরম্যান্স আবারও প্রমাণ করল—তিনি শুধু কিংবদন্তি নন, এখনো ম্যাজিক দেখানোর মতো ফর্মে আছেন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :