চ্যাম্পিয়ন্স ট্রফির পর দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচের বাইরে থাকা বাংলাদেশ দল অবশেষে নতুন মিশনে নামছে। চলতি এপ্রিলেই জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা। এই সিরিজকে সামনে রেখে আজ রোববার (১৩ এপ্রিল) সিলেটে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প।
প্রথম দিনের ক্যাম্পে অংশ নিয়েছেন ৮ ক্রিকেটার—নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম, নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।
এছাড়া দলের প্রধান কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ পুরো কোচিং স্টাফ উপস্থিত রয়েছেন ক্যাম্পে।
জাতীয় দলের বাকি ৭ ক্রিকেটার আজ রাতেই ক্যাম্পে যোগ দেবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, ক্যাম্পটি ১২ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা থাকলেও ডিপিএলের ম্যাচ থাকায় একদিন পিছিয়ে ১৩ এপ্রিল থেকে শুরু হয়।
এদিকে, দুই টেস্ট খেলতে জিম্বাবুয়ে দল ১৫ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে।
প্রথম টেস্ট: ২০ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম
দ্বিতীয় টেস্ট: ২৮ এপ্রিল, জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রাম
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :