AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোনালদোর জোড়া গোলে নাটকীয় জয় আল নাসরের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:২৪ পিএম, ১৩ এপ্রিল, ২০২৫
রোনালদোর জোড়া গোলে নাটকীয় জয় আল নাসরের

সৌদি প্রো লিগে ফের আলো ছড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার (১২ এপ্রিল) আল রিয়াদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে ২-১ গোলের জয় এনে দেন পর্তুগিজ মহাতারকা। ম্যাচে পিছিয়ে পড়ার পরও জোড়া গোল করে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন তিনি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে মাঠে নামে আল নাসর। ১৩ মিনিটেই গোলের সম্ভাবনা তৈরি করেন রোনালদো। কর্নার থেকে পাওয়া বলে হেড করলেও তা ঠেকিয়ে দেন আল রিয়াদের গোলরক্ষক।

৩০ মিনিটে আল রিয়াদের আল খাইবারির নেওয়া দুরপাল্লার শটে বড় পরীক্ষার মুখে পড়ে আল নাসরের রক্ষণভাগ। শেষমেশ প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এগিয়ে যায় আল রিয়াদ। আল খাইবারির নেওয়া শট প্রতিহত হলেও ফিরতি বলে ফাইজ সেলেমানি বল জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আল নাসর। ম্যাচের ৫৬ মিনিটে সাদিও মানের ফ্রি-কিক থেকে পাওয়া বলে ডান পায়ের জোরালো শটে সমতা ফেরান রোনালদো।

৬৪ মিনিটে আসে ম্যাচের নির্ধারক গোল। ডি-বক্সের বাইরে থেকে নেয়া রোনালদোর শট ঠেকাতে ব্যর্থ হন গোলরক্ষক, বল চলে যায় সরাসরি জালে। ফলে রোনালদোর জোড়া গোলে জয় নিশ্চিত করে আল নাসর।

চলতি মৌসুমে রোনালদোর এটি ২৬তম ম্যাচ, যেখানে তিনি করেছেন ২৩ গোল ও ৩ অ্যাসিস্ট। তার ক্যারিয়ারে মোট গোল সংখ্যা এখন ৯৩৩—এক হাজার গোলের মাইলফলক থেকে মাত্র ৬৭ গোল দূরে।

এই জয়ে ২৭ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্র নিয়ে ৫৭ পয়েন্টে পৌঁছেছে আল নাসর, যা লিগ টেবিলের তৃতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলে আল হিলালের পয়েন্ট ৫৮। শীর্ষে থাকা আল ইত্তিহাদের সংগ্রহ ৬৫ পয়েন্ট। অন্যদিকে, আল রিয়াদ ৩৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে।

 

একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!