প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ, আর এই ঐতিহাসিক আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রতিষ্ঠাতা ও অধিনায়ক মোহাম্মদ মহসিন।
আসন্ন বিশ্বকাপের আয়োজক পাকিস্তান, এবং টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত, লাহোর ও ফয়সালাবাদে। আয়োজক দেশটি আন্তর্জাতিক হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তারাই বাংলাদেশকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে।
বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ৮টি দেশ— পাকিস্তান, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, কেনিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি দেশের স্কোয়াডে থাকবে ২১ জন সদস্য, যার মধ্যে থাকবেন ১৫ জন খেলোয়াড়, ৫ জন কর্মকর্তা এবং ১ জন আম্পায়ার।
তবে অংশগ্রহণের আগ্রহ থাকলেও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে এখনো কোনো স্পন্সর বা আর্থিক সহযোগী পায়নি বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। তাই তারা সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহযোগিতা কামনা করেছে।
দলটি আশা করছে, দেশের জন্য গর্বের এই মঞ্চে অংশগ্রহণের সুযোগ যাতে আর্থিক কারণে হাতছাড়া না হয়।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :