চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরু থেকে ছিলেন না মুস্তাফিজুর রহমান। আসন্ন সুপার লিগ পর্ব থেকে দেখা যাবে তাকে। খেলবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন।
গেল রোববার শেষ হয়েছে গ্রুপ পর্বের খেলা। গ্রুপপর্ব শেষে আগামীকাল থেকে শুরু হওয়ার কথা রয়েছে সুপার লিগের খেলা। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকায় এখন পর্যন্ত জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকেই গ্রুপপর্বে দেখা গিয়েছিল। যদিও ছিলেন না টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
শুরুতে জানা গিয়েছিল, ক্লাবগুলোর সঙ্গে পারিশ্রমিক চুক্তি ঠিকঠাক না হওয়ায় খেলছেন না ফিজ। তবে এরপর জানা যায়, তিনি কাঁধের ইনজুরিতে ভুগছেন। তবে সেটা গুরুতর কিছু নয় বলেই জানা যায় পরে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সময় চোট পেয়েছিলেন বাঁ-হাতি টাইগার পেসার। সে হিসেবে টুর্নামেন্ট শেষে বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন মুস্তাফিজ। পাশাপাশি চোট পুনর্বাসন প্রক্রিয়াও চালিয়ে হয়েছেন ফিটও।
বর্তমানে মুস্তাফিজ পুরোপুরি ফিট রয়েছেন। গেল কয়েকদিন দেখা গিয়েছিল নিয়মিত শের-ই-বাংলায় অনুশীলন চালিয়ে যেতে। মুস্তাফিজের সঙ্গে ডিপিএলের দল মোহামেডান ক্লাব যোগাযোগ করে চুক্তি করেছে সুপার লিগের জন্য। সবকিছু ঠিক থাকলে সুপার লিগের প্রথম ম্যাচ থেকেই খেলবেন ফিজ।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :