জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান জানিয়েছেন, গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় তার নাম আসামি হিসেবে রয়েছে—এ বিষয়টি মামলার বাদী নিজেও জানেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব বলেন, “আমার নামে যে মামলা হয়েছে, বাদী আমার নাম আছে তা জানেই না।"
২০২৩ সালের ২২ আগস্ট ঢাকার আদাবরে ছাত্র-জনতার আন্দোলনে নিহত হন রুবেল নামের এক গার্মেন্টসকর্মী। নিহতের বাবা রফিকুল ইসলাম ওই ঘটনায় আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত ২৮ নম্বর আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে।
এ মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এবং আরও ১৫৬ জন। এছাড়া অজ্ঞাত আরও ৪০০–৫০০ জনকেও আসামি করা হয়েছে।
এজাহারে বাদী উল্লেখ করেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিং রোডে একটি প্রতিবাদী মিছিলে অংশ নেন। সে সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি এবং ৭ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদীর দাবি, এই হামলা হয়েছে আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ ও মদদে।
হত্যা মামলার আসামি হওয়ায় বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। মামলা চলমান থাকায় দেশে ফিরতে পারছেন না তিনি। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতেও তিনি অংশ নিতে পারেননি।
এ প্রসঙ্গে সাকিব বলেন, “আমার কারও প্রতি অভিযোগ নেই, কোনো ক্ষোভও নেই। সবাইকে নিয়ে এগোতে হয়। ১৮ বছরের ক্যারিয়ারের আলোকে আমাকে মূল্যায়ন করবেন, নাকি শেষ ৬ মাস দেখে, এটা মানুষের ওপর নির্ভর করে। তবে আমার মনে হয়, দেশের হয়ে খেলার অধিকার আমার রয়েছে।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, আরও এক-দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে পারব। সদিচ্ছা থাকলে এ বিষয়টির সমাধান সম্ভব, তবে সেটা আসতে হবে শীর্ষপর্যায় থেকে। আমার নিরাপত্তা নিশ্চিত হলে আমি দেশে ফিরব।”
একুশে সংবাদ// আ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :