ইউরোপ সেরার লড়াইয়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ছিটকে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে গানাররা। দুই লেগ মিলিয়ে মোট ৫-১ গোলের বড় জয় নিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে মিকেল আর্তেতার শিষ্যরা।
বুধবার (১৬ এপ্রিল) সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় লেগের ম্যাচটি। প্রথমার্ধে যদিও গোলের দেখা মেলেনি, তবে নাটকীয়তার কোনো ঘাটতি ছিল না। রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের দুইবার পেনাল্টির বাঁশি বাজান, একবার পেনাল্টি বাতিল, অন্যবার বুকোয়াকা সাকার পানেনকা শটটি ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক। সঙ্গে ভিএআর যাচাই, হলুদ কার্ড, অফসাইড—সব ছিল, শুধু গোলটাই ছিল অনুপস্থিত।
দ্বিতীয়ার্ধে খেলার ৬৫ মিনিটে প্রথম গোল করেন সাকা। প্রথমার্ধে পেনাল্টি মিসের হতাশা ঝেড়ে ফেলে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। এই গোলের পরেই, ৬৬ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র সমতায় ফেরান রিয়ালকে, যদিও দুই লেগ মিলিয়ে তখনও ৪-১ ব্যবধানে পিছিয়ে ছিল স্প্যানিশরা।
শেষ সময়ে আর্সেনালের ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি যোগ করা সময়ে আরেকটি গোল করে রিয়ালের প্রত্যাবর্তনের আশা পুরোপুরি গুঁড়িয়ে দেন।
দুই লেগ মিলিয়ে আর্সেনালের দাপট ছিল চোখে পড়ার মতো। প্রথম লেগে লন্ডনে ৩-০ গোলের বড় জয়, এরপর দ্বিতীয় লেগে ২-১ গোলের আরও একটি সফল অভিযান—সব মিলিয়ে আর্সেনালের সাম্প্রতিক ফর্ম বার্তা দিচ্ছে, তারা এবার ইউরোপ সেরা হতে দৃঢ়প্রতিজ্ঞ।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :