AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রিয়ালকে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৫০ এএম, ২৭ এপ্রিল, ২০২৫

রিয়ালকে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা

নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়েরও প্রায় শেষ। টাইব্রেকারের প্রস্তুতি যখন শুরু হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে রক্ষণভাগের সৈনিক জুলস কুন্দে বদলে দিলেন দৃশ্যপট। লুকা মদ্রিচের বাড়ানো বল ব্রাহিম দিয়াজের কাছে পৌঁছানোর আগেই কুন্দে কেড়ে নেন এবং দূর থেকে নিচু শটে বল পাঠান জালে। তাঁর এই গোলেই রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের শিরোপা ঘরে তোলে বার্সেলোনা।

বাংলাদেশ সময় রোববার ভোরে, সেভিয়ার এস্তাদিও দে লা কার্তুইয়ায় পাঁচ গোলের রোমাঞ্চকর ফাইনালে হান্সি ফ্লিকের শিষ্যরা ৩-২ গোলে জয়ের স্বাদ পায়।

ম্যাচের ২৮ মিনিটে লামিন ইয়ামালের অ্যাসিস্টে ২০ গজ দূর থেকে দুর্দান্ত শটে বার্সাকে এগিয়ে দেন পেদ্রি। যদিও ৩৫ মিনিটে বেলিংহামের গোলে রিয়াল সমতা ফেরানোর আনন্দ পেয়েছিল, তবে অফসাইডের কারণে তা বাতিল হয়। প্রথমার্ধের শেষ মুহূর্তে রিয়াল পেনাল্টি পেলেও সেটিও অফসাইডের কারণে মুছে যায়। ফলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের দৃশ্যপট। শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় রিয়াল। বদলি খেলোয়াড় কিলিয়ান এমবাপে ৭০ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর ৭৭ মিনিটে গুলারের পাসে গোল করে চুয়ামেনি রিয়ালকে এগিয়ে দেন।

কিন্তু নাটকের তখনো শেষ হয়নি। ৮৪ মিনিটে ইয়ামালের দারুণ অ্যাসিস্ট থেকে ফেরান তোরেস গোল করে বার্সাকে ফেরায় সমতায়। যোগ করা সময়ের শেষ মিনিটে বার্সা পেনাল্টি পেলেও ভিএআরের সাহায্যে তা বাতিল করেন রেফারি, ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়েও গোলশূন্য থাকার পর যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল ম্যাচ, তখনই ১১৬ মিনিটে বাজিমাত করেন জুলস কুন্দে। তার দুর্দান্ত নিচু শটে নিশ্চিত হয় বার্সার শিরোপা জয়।

শেষ পর্যন্ত ৩-২ গোলের নাটকীয় জয়ে নিজেদের রেকর্ড ৩২তম কোপা দেল রে শিরোপা ঘরে তুলল কাতালানরা। এই জয়ে মৌসুমে ট্রেবল জয়ের স্বপ্ন আরও একধাপ এগিয়ে গেল বার্সেলোনা।

 

একুশে সংবাদ// চ.ট//এ.জে

Shwapno
Link copied!