ক্যানসার সচেতনতামূলক সংগঠন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন- ক্যাপের কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি ডাঃ সাইফুল ইসলাম মুসা ও সাধারণ সম্পাদক হিসেবে ফারজানা আদনানকে আগামী এক বছরের জন্য নির্বাচিত করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, শুক্রবার ২ জুলাই রাত ৯টায় ক্যাপের সাবেক সভাপতি মুছা করিম রিপনের পরিচালনায়, সংগঠনের স্বেচ্ছাসেবীদের নিয়ে এক অনলাইন মিটিংয়ে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহাদি, কেন্দ্রীয় কমিটির সদস্য নাঈম আহমেদ, কেয়া বিশ্বাস, ঢাকা জোনের সাবেক সাংগঠনিক সম্পাদক চন্দনা রয়, কুষ্টিয়া জোনের সভাপতি রিয়াদুস সালেহীন সহ অন্যান্য সদস্যরা।
এতে ডাঃ সাইফুল ইসলাম মুসাকে কেন্দ্রীয় সভাপতি ও ফারজানা আদনানকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।উক্ত কমিটিতে কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হিসেবে আজম আকন, পরিকল্পনা ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সালমান শাহাদাত এবং যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে মোহাম্মদ ইয়াসির আরাফাতকে মনোনীত করা হয়েছে৷
এ বিষয়ে ক্যাপের নতুন সভাপতি ডাঃ সাইফুল ইসলাম মুসা বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ সারাদেশে মায়েদের ক্যানসার সচেতনতায় কাজ করে আসছি, করোনার কারণে এখন সেভাবে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে নারীদের সচেতন করা সম্ভব হচ্ছে না, তবে সংগঠনকে গতিশীল করতে নতুন পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেস্টা করবো।
সংগঠনটির সূত্রে জানা যায়, নতুন কমিটির সদস্যরা সকলেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা দীর্ঘদিন ধরে ক্যান্সার সচেতনতার কার্যক্রমের মাধ্যমে ক্যাপের সাথে যুক্ত আছেন। ক্যাপের সহ-প্রতিষ্ঠাতা ও নব্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি ডা. সাইফুল ইসলাম মুসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ফ্যাকাল্টির অধীনে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ (মিরপুর,ঢাকা) থেকে বিএইচএমএস সম্পন্ন করেছেন। একই সাথে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে সদ্য জনস্বাস্থ্য বিষয়ে এমপিএইচ ডিগ্রি সম্পন্ন করেছেন।
সাধারণ সম্পাদক ফারজানা আদনান ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে বর্তমানে স্নাতকোত্তর এ অধ্যায়নরত আছেন। কোষাধ্যক্ষ আজম আকন সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে (মিরপুর,ঢাকা) বিএইচএমএস তৃতীয় বর্ষে অধ্যায়নরত। কুষ্টিয়া জোনের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা ও সাংগঠনিক সম্পাদক সালমান শাহাদাত ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর এ অধ্যায়নরত ।
সংগঠনটির যোগাযোগ বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
নারীদের ক্যানসার সচেতনতা সৃষ্টিকারী সংগঠন 'ক্যাপ' ২০১৫ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) থেকে যাত্রা শুরু করে। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টায় নারীদের স্তন ও জরায়ু-মুখ ক্যানসার সচেতনতায় কাজ করে যাচ্ছে সংগঠনটি৷
একুশে সংবাদ/ঐশী/প
আপনার মতামত লিখুন :