স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যলয়ে (ইবি) বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, উদ্বোধনের মূল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুন) ক্যাম্পাসে এসব কর্মসূচি পালিত হয়।
সকাল সাড়ে ৯ টায় প্রশাসন ভবনের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এরপর ভিসির নেতৃত্বে আনন্দ র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভায় এসে মিলিত হয়।
সভায় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া বক্তব্য রাখেন। এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরিন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানূর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মাহবুবুল আরফিন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
আনন্দ র্যালিতে বিভিন্ন সংগঠন, অনুষদ, হল, বিভাগ, শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিসংখ্যান বিভাগের এসোসিয়েট প্রফেসর ড. সাজ্জাদ হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, ‘অনেকেই বলে পদ্মা সেতু আমাদের আঞ্চলিক যোগাযোগ নিশ্চিত করবে। তবে আমি মনে করি এটি শুধু এপার-ওপারকে নয়, একদিন সারাবিশ্বের বিভিন্ন দেশকে সংযুক্ত করবে। আর বাংলাদেশ হয়ে উঠবে কেন্দ্রবিন্দু। শত বাঁধা-বিপত্তি মোকাবেলা করে আজ সত্যি হয়েছে কোটি মানুষের স্বপ্ন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ মোকাবেলা করে অসাধ্য সাধন করেছে।
একুশে সংবাদ/আ.হো/এস.আই
আপনার মতামত লিখুন :