ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাদক বিরোধী মিছিল করেছে শাখা ছাত্রলীগের একাংশ। রোববার (২৪ জুলাই) রাত ৮ টায় মিছিলটি শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন জুবায়ের রহমান, কাজী সালমান সাকিব, নিশাত সরকার বাঁধন, আরিফুল ইসলাম, রাকিব শাহরিয়ার নিশাত সহ প্রায় অর্ধশত নেতাকর্মী। তারা অধিকাংশ মিজানুর রহমান লালনের অনুসারী বলে জানা গেছে।
অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক বন ও পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক জুবায়ের রহমান বলেন, এই বিশ্বিবদ্যালয়ে অনতিবিলম্বে মাদকমুক্ত করার প্রত্যয় নিয়ে আমরা কাজ করবো। এই মাদকের কারণে অসংখ্য শিক্ষার্থীর জীবন নষ্ট হয়ে যাচ্ছে। ক্যাম্পাসে মাদক নির্মূলে কর্তৃপক্ষের দৃঢ় পদক্ষেপ কামনা করছি।
একুশে সংবাদ/আ.হো/এস.আই
আপনার মতামত লিখুন :