বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল ( আইকিউএসি ) এর আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা ।
সোমবার (২৯ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে Workshop on Exam Controller Office Automation এবং Workshop on Automated Result Processing বিষয়ের উপর এই কর্মশালার আয়োজন করা হয়েছে ।
কর্মশালাটি উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড . মো . ছাদেকুল আরেফিন । বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড . মোঃ মুহসিন উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় তথ্যজ্ঞ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড . মঞ্জুর আহমেদ , Addie shoft Ltd এর ব্যবস্থপনা পরিচালক সাকিব রাব্বানী এবং হেড অব সিস্টেম সাপোর্ট শরিফুল ইসলাম ।
দুই দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৪ টি বিভাগের সম্মানিত চেয়ারম্যান এবং প্রতিটি বিভাগের একজন করে সিনিয়র শিক্ষক অংশগ্রহণ করবেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ববির আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড . রহিমা নাসরিন । কর্মশালাটি আগামী ৩০ আগস্ট ২০২২ তারিখ বিকাল ৪ টায় শেষ হবে৷
একুশে সংবাদ/জা.হো/এস.আই
আপনার মতামত লিখুন :