ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া নতুন করে সাজানো হয়ে। ফলে নতুন রূপ পেতে যাচ্ছে ক্যাফে।
সরজমিনে প্রদর্শন করে দেখা যায়, ক্যাফেতে নানা রং এর চেয়ার ও টেবিল সংযুক্ত করে সাজানো হয়েছে। আগের থেকে চেয়ার ও টেবিলের সংখ্যা বাড়ানো হয়েছে। টেবিলে পানি রাখার সুব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে শিক্ষার্থীদের অনুভুতি কথা জানতে চাইলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব একুশে সংবাদকে জানায়, আগে ক্যাফেতে বসার পর্যাপ্ত জায়গা থাকলেও সবার একসাথে যেদিন ক্লাস থাকে যেদিন বসার জায়গা পাওয়া যেত না তবে এখন চেয়ার ও টেবিল বাড়ানোর ফলে এ সমস্যা আর থাকবে না। এজন্য তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানায়।
এ বিষয়ে ট্রাস্টি বলের চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারী তার ফেসবুক পেজে লিখেন,"আমাদের ক্যান্টিন" আজ বেশকিছু চেয়ার ও টেবিল যুক্ত হলো। সবমিলিয়ে দারুণ লাগছে।
একুশে সংবাদ.কম/র.র.জা.হা
আপনার মতামত লিখুন :