AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুবিতে আন্তঃবিভাগীয় নাট্য প্রতিযোগিতায় বিজয়ী প্রত্নতত্ত্ব বিভাগ


Ekushey Sangbad
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০১:৫৯ পিএম, ৩০ আগস্ট, ২০২২
কুবিতে আন্তঃবিভাগীয় নাট্য প্রতিযোগিতায় বিজয়ী প্রত্নতত্ত্ব বিভাগ

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে থিয়েটার কুবি কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগীয় নাট্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ।

 

সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে চূড়ান্ত পর্বের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে প্রত্নতত্ত্ব, পরিসংখ্যান বিভাগ ও লোক প্রশাসন বিভাগ। সেরা অভিনেতা নির্বাচিত হয়েছে পরিসংখ্যান বিভাগের অনিক।

 

এর আগে সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন প্রধান অতিথি হিসেবে নাট্য প্রতিযোগীতার চূড়ান্ত পর্বে উদ্বোধনী বক্তব্য রাখেন। ভিসি বলেন, থিয়েটার আমাদের সমাজের বাস্তবতা ও বিভিন্ন অসংগতি তুলে ধরেন যারমধ্যে থাকে মানুষের বেঁচে থাকার গল্প ও মানুষের সংগ্রামের গল্প। যেখান থেকে শিক্ষা নিয়ে আমরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করতে পারি। আমি চাই বিশ্ববিদ্যালয়কে একটি দুর্নীতিমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে যেখানে বিরাজ করবে সুন্দর পরিবেশ। শিক্ষার্থীরা হবে রোল মডেল।

 

এসময় ভিসি আরও বলেন  আমাদের প্রক্টর সাহেব বলে গেছেন গবেষণা, ট্রেজারার সাহেব বলে গেছেন গবেষণা ও শিক্ষার কথা। হ্যাঁ, আমরা উন্নততর গবেষণার করবো তবে আমাদের শুধু গবেষণা করলেই হবে না এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজের উপরও জোর দিতে হবে।

 

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার প্রফেসর ড. মো. আসাদুজ্জামান, ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, সাংস্কৃতিক প্রতিনিধি মো. এনামুল হক।

 

প্রসঙ্গত, ২০২২ সালের ১৪ই জুন থেকে ১৯ জুন পর্যন্ত থিয়েটার কুবির আয়োজনে দ্বিতীয় আন্তঃনাট্য প্রতিযোগিতার কর্মশালা ও বাছাইপর্বের আয়োজন করা হয়। সেখানে অংশ নেয়া ৯ টি দলের মধ্য থেকে ৬ টি দলকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়। যারমধ্যে চূড়ান্ত পর্বে ৫ টি দল অংশগ্রহণ করে।

 

একুশে সংবাদ.কম/ই.ন.জা.হা

Link copied!