জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) বঙ্গবন্ধু তনয়া শেখ রেহানা ও “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের” স্বপ্নদ্রষ্টা, জননন্দিত জননেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির জন্মবার্ষিকী উদযাপন করেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
এ সময় উপস্থিত ছিলেন বশেফমুবিপ্রবি ছাত্রলীগের আহবায়ক কাওছার আহম্মেদ স্বাধীন, যুগ্ম-আহবায়ক (১) তাইফুল ইসলাম পলাশ, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুশান্ত কুমার ভট্টাচার্য, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুস ছাত্তার, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, সহকারী অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক ড. সাদীকুর রহমান ইমন, সহকারী অধ্যাপক ড. ফরহাদ আলী, সহকারী অধ্যাপক ফখরুল ইসলাম চৌধুরী সুমন, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম সাইফ, সহকারী অধ্যাপক মোখলেসুর রহমান, সহকারী অধ্যাপক মৌসুমি আক্তার প্রমুখ ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহবায়ক ও সিনিয়র যুগ্ম-আহবায়ক এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং আলহাজ্ব মির্জা আজম এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ হয়।
একুশে সংবাদ.কম/স.হ.জা.হা
আপনার মতামত লিখুন :