AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ববিতে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত


Ekushey Sangbad
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বরিশাল
০৭:০০ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২২
ববিতে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

বরিশাল বিশ্ববিদ্যালয়  (ববি) এর বর্ণাঢ্য আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, স্বাধীন বাংলাদেশে ’৭৫ পরবর্তী সময়ের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম  জন্মদিন উদযাপন করা হয়েছে।

 

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং বিকাল ৩ টায় অফিসার্স এসোসিয়েশন কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে।

 

দুপুরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। পরে বিকাল ৪টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল কর্তৃক  আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মহোদয় বলেন, বঙ্গবন্ধু ছিলেন আন্তর্জাতিক নেতৃত্বের রোল মডেল আর উন্নয়ন নেতৃত্বের রোল মডেল শেখ হাসিনা। তাঁর সময়োপযোগী নেতৃত্ব দেশের গন্ডি পেড়িয়ে প্রসংশিত হচ্ছে বিশ্ব দরবারে। তিনি আমাদের উন্নয়নের আলোকবর্তিকা এবং বাঙালী জাতির আশার বাতিঘর।

 

শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।  আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী সমাজবিজ্ঞান বিভাগের মোহসিনা তামান্না ও লোক প্রশাসন বিভাগের মুনতাহিনা মুনা।



অনুষ্ঠানে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রভোস্ট, প্রক্টর, শিক্ষকমন্ডলী, দত্তরপ্রধান শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ হাসিনা হলের সহকারী আবাসিক শিক্ষক টুম্পা সাহা।

 

একুশে সংবাদ/জা.হো/এসএপি

Link copied!