শিক্ষার্থীদের সুবিধার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাটল ট্রিপে যুক্ত হচ্ছে নতুন আরও একটি বাস। একতলা বাসটি আগামী বুধবার থেকে নির্দিষ্ট রুটে চলবে।
সোমবার (৩১ অক্টোবর) রাতে পরিবহন প্রশাসক ড. সিদ্ধার্থ ভৌমিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যানবাহনে যাতায়াতকারী ছাত্র-ছাত্রীবৃন্দকে অবগত করা যাচ্ছে যে আগামী ২ নভেম্বর (বুধবার) থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একতলা বাস (ঢাকা মেট্রো-স-১৪ ০১৮২) এবং দ্বিতল বাস (ঢাকা মেট্রো-স-১৪-০২০৩) যানবাহন দুইটি পরীক্ষামূলকভাবে দুপুর ১ টা ৩০ মিনিটে ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্ত হওয়া নতুন বাসটি জবি থেকে ছেড়ে যথাক্রমে গুলিস্থান, ঢাবি (দোয়েল চত্বর), ঢাবি (টিএসসি),শাহবাগ মোড় ঘুরে আবার জবিতে (ক্যাম্পাস) ফিরবে। তবে পুরাতন দ্বিতল বাসটি আগের রুটেই চলাচল করবে।
এর আগে, ২৯ মে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শাটল ট্রিপে একটি দ্বিতল বাস যুক্ত হয়। কিন্তু ধারণক্ষমতার চেয়ে বেশি চাপ থাকায় শিক্ষার্থীরা বাসবৃদ্ধির দাবি জানায়।
একুশে সংবাদ.কম/রু.দে/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :