AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জয় দিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে শুরু করলো ববি


জয় দিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে শুরু করলো ববি

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ৷

 

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বরিশাল বিশ্ববিদ্যালয় মোকাবেলা করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। পটুয়াখালী জেলা স্টেডিয়ামে শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় খেলা অনুষ্ঠিত হয়।

 

খেলা শুরুর আগে উভয়দল সড়ক দুর্ঘটনায় নিহত ববি শিক্ষার্থী ইমনের স্বরণে এক মিনিট নীরাবতা পালন করে ৷পাশাপাশি ববি ফুটবল দল ইমনের স্বরণে কালো ব্যাজ পরিধান করে মাঠে নামে ৷

 

খেলা শুরুর প্রথম  দিকে থেকে আক্রমণাত্নক ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল দল ৷যার ফলশ্রুতিতে ববি দলের পক্ষে প্রথমার্ধে এক গোল করে এগিয়ে নিয়ে যায় তারকা প্লেয়ার কাজী সালমান । পরবর্তীতে  দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোল করে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যায় শাহীন আলী ৷ পরবর্তীতে খেলায় আর গোল না হলে বরিশাল বিশ্ববিদ্যালয় ২-০ গোলে জয়লাভ করে ৷

 

এ বিষয়ে ববি ফুটবল দলের সহ অধিনায়ক নাহিদ আকন্দ বলেন, এই জয়ে আমরা সকলে আনন্দিত, বিশেষ ধন্যবাদ  দর্শকদের যারা পাশে থেকে থেকে আমাদের সর্মথন দিয়েছেন ৷পরবর্তীতে আমরা এমন দর্শকদের সমার্থন প্রত্যাশা করছি ৷


এছাড়াও এই জয়ে ববি দলকে অশেষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ও ট্রেজারার প্রফেসর ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া ৷

 

উল্লেখ্য, এবছরের আন্তঃবিশ্ববিদ্যালয়  টুর্ণামেন্টটি  ২০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে সর্বমোট ৩২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

একুশে সংবাদ/জা.হো.প্রতি/পলাশ

Link copied!