রাজধানীর পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বিএনসিসিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের লিখিত পরীক্ষার সম্পন্ন হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অত্র কলেজ বিএনসিসি প্লাটুন এবং ৩০৯ নম্বর রুমে সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় পরীক্ষা কার্যক্রম। লিখিত পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্য ও পাবলিক স্পিকিং এর উপর পরীক্ষা নেওয়া হয়।
প্লাটুন কমান্ডার পিইউও মঈনুল ইসলাম এর নেতৃত্বে প্লাটুন ইনচার্জ সিইউও শিহাব আহাম্মদ আলভী প্লাটুনের একদল ক্যাডেটকে সাথে নিয়ে পরীক্ষা পরিচালনা করেন।
এদিন পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫০ জন শিক্ষার্থী। যার ফলাফল প্লাটুন থেকে পরবর্তী নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
একুশে সংবাদ.কম/জা.হা.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :