AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রকৃত শিক্ষা অর্জনে গবেষণার বিকল্প নেই: আরেফিন সিদ্দিক


প্রকৃত শিক্ষা অর্জনে গবেষণার বিকল্প নেই: আরেফিন সিদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘প্রকৃত শিক্ষা অর্জনে গবেষণার বিকল্প নেই ৷ প্রতিটি মানুষই কোন না কোন ভাবে একজন গবেষক। তাই একজন গবেষককে বিনয়ের সাথে গবেষণা করতে হবে।’

 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘শিক্ষার্থীদের গবেষণা কর্মে বেশি বেশি মনোযোগী হতে হবে। কারন গবেষণা ছাড়া যে শিক্ষা অর্জন করা হয় তা প্রকৃত শিক্ষা নয় ৷ বিশ্ববিদ্যালয়ে “Promoting Undergraduate Research Culture: A New Era of BU" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন।’

 

রোববার(১১ ডিসেম্বর ) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

 

বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি আয়োজিত সেমিনারে সম্মানিত অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম।

 

বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির সভাপতি কাজী নাভিদ নাসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তাসহ অন্যান্য অতিথিবৃন্দ এবং বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

এছাড়াও এ অনুষ্ঠানের পরামর্শদাতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাকালীন সভাপতি এসএম সাদেক।

 

একুশে সংবাদ/জা.হো.প্রতি/পলাশ

Link copied!