AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০৪:৩৬ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২২
ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) শোক র‌্যালি, স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া-মোনাজাত সহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও সকলে কালো ব্যাজ ধারণ করেন।

 

পতাকা উত্তোলন শেষে প্রশাসন ভবন চত্বর থেকে শোকর‌্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ স্মৃতিসৌধে সমবেত হয়। র‍্যালি শেষে স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। 

 

এসময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন প্রমুখ।

 

এসময় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট, শাপলা ফোরাম, জিয়া পরিষদ, সাদা দল, কর্মকর্তা সমিতি, সাধারণ কর্মচারী সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, ইবি প্রেস ক্লাবসহ বিভিন্ন হল, অনুষদ, বিভাগ এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

 

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ড. আ স ম শোয়াইব আহমাদ।

 

এর আগে, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহিদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাত ১২টা ০১ মিনিটে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল ও শহিদ স্মৃতিসৌধ বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

 

এদিকে শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।

 

সংগঠনের সভাপতি আবু হুরাইরা ও সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পুর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির সদস্যরা।

 

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রুমি নোমান ও আহসান নাঈম, যুগ্ম-সাধারণ মাহবুব আলম রায়হান, দপ্তর সম্পাদক মনজুরুল ইসলাম নাহিদ, কোষাধ্যক্ষ আদিল সরকার, প্রচার, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক রাকিব হোসেন রেদওয়ান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজাহারুল ইসলাম এবং কার্যনিবার্হী সদস্য নুর আলম, নাজমুল হুসাইন ও আবির হোসেন।

 

এর আগে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মোমবাতি প্রজ্জ্বলন ও শোক র‍্যালিতে অংশ নেন সংগঠনটির সদস্যারা। দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে স্মৃতিসৌধ ও মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে মোমবাতি প্রজ্জ্বলন, সকালে শোক র‍্যালি ও শ্রদ্ধা নিবেদন এবং দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

 

একুশে সংবাদ/আ.হো.প্রতি/পলাশ
 

Link copied!