পুরান ঢাকায় হঠাৎ অস্বাভাবিক হারে বেড়েছে বানরের উপদ্রব। বাসাবাড়িতে মানুষদেরকে অত্যাচারের পাশাপাশি তারা বিভিন্ন ভবনের ছাদে অবস্থিত পানির ট্যাংকগুলোর ঢাকনা সরিয়েও গোসলের উদ্দেশ্য ভেতরে নামছে। এর ব্যতিক্রম হয়নি ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ভবনের ছাদে অবস্থিত পানির ট্যাংকগুলোর ক্ষেত্রেও।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা বিষয়টি কলেজ প্রশাসনকে অবগত করেন।
কলেজের অধ্যক্ষ আপাতত সবাইকে কলেজের পানি ব্যবহার করতে নিষেধাজ্ঞা দেন এবং শনিবার সকালেই পয়ঃনিষ্কাশন কর্মী দ্বারা পানির ট্যাংকগুলো পরিষ্কার ও মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
এ বিষয়ে অধ্যক্ষ মোহসিন কবীর বলেন, "আগামীকাল থেকে শিক্ষার্থীরা র্নিবিঘ্নে আবার বিশুদ্ধ পানি পান করতে পারবে।"
পয়ঃনিষ্কাশন কর্মীদের সাথে কথা বলে জানা গেছে আজকের (শনিবার) মধ্যেই তারা সবগুলো পানির ট্যাংক ও সংযোগ পাইপ পরিষ্কার করতে সক্ষম হবে এবং ঢাকনাগুলো ভালোভাবে আটকানোর ব্যবস্থা করবে যাতে বানর পুনরায় ঢাকনা সরাতে না পারে।
একুশে সংবাদ.কম/জা.হা.প্রতি/সা’দ
আপনার মতামত লিখুন :