AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রশাসনের চেয়ে বেশি শক্তিশালী


Ekushey Sangbad
ডিআইইউ প্রতিনিধি
০৮:১৭ পিএম, ৬ জানুয়ারি, ২০২৩
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রশাসনের চেয়ে বেশি শক্তিশালী

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায় বলেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সরকারের প্রসাশনিক দপ্তরের চেয়ে বেশি শক্তিশালী৷ কারণ সাংবাদিকতাই পারে দেশের সরকারকে সুপথে পরিচালিত করতে৷ 

 

শুক্রবার (৬ জানুয়ারি) রাজধানীর গ্রীন সুপার মার্কেটে হিউম্যান সার্ভিস এন্ড রিসার্স ফাউন্ডেশন মিলনায়তনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি৷ 

 

ড. রায় বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতার চর্চা অন্য শিক্ষার্থীদের চেয়ে কর্মক্ষেত্রে এবং কার্যকরী যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷ সাংবাদিকতা একটি মহান পেশা৷ এ পেশার ভিত্তিমূলটাই ক্যাম্পাস সাংবাদিকতা থেকেই৷ আজকের তোমরাই একসময়ের দেশসেরা প্রতিবেদক হয়ে উঠবে৷ 

 

তিনি বলেন, আমরা ৬০ এর দশকে ইত্তেফাক পত্রিকাকে বাঙ্গালির স্বাধীকারের পক্ষে জনমত গড়তে এক তূলনাহীন ভূমিকা দেখেছি৷ সাংবাদিকতায় ঘাত প্রতিঘাত থাকবেই৷ তবে একজন প্রকৃত প্রতিবেদক দেশ ও জাতির বৃহৎ কল্যানে ঘটনার গহীন থেকে তুলে আনবে জীবন্ত খবরের সমাহার৷ সে জায়গাতেই নিজেদের নিয়ে যেতে হবে৷ অপরাধীদের রক্তচক্ষু উপেক্ষা করে শিক্ষার্থীদের জন্যও উন্মোচন করতে হবে মতের ভিন্ন ভিন্ন দরজা৷ 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার ও ডিআইইউসাসের উপদেষ্টা মুরাদ হুসাইন, একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপক ও ডিআইইউসাসের উপদেষ্টা রাজিউর রহমান, ডিআইইউসাসের সভাপতি মুছা মল্লিক এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান৷ 

 

এ বছর ডিআইইউসাস থেকে দুই ক্যাগাগরিতে তিন জনকে পুরস্কার প্রদান করা হয়৷ এদের মাঝে সেরা রিপোর্টিং ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন জাগো নিউজের ডিআইইউ সংবাদদাতা ইসমাম হোসেন ও দৈনিক ভোরের ডাকের ফয়সাল আহমেদ৷ এছাড়া ফিচার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দৈনিক আমার সংবাদের ডিআইইউ প্রতিবেদক ইব্রাহিম প্রামানিক৷

 

 একুশে সংবাদ.কম/র.হ.র.প্রতি/সা’দ

Link copied!