জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সমিতি নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী `বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ` ইশতেহার ঘোষণা করেছে।
রবিবার (২২ জানুয়ারি) বিকেলে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ভবনে তারা এ ইশতেহার প্রকাশ করে। এসময় ২২টি ইশতেহার ঘোষণা করা হয়।
ইশতেহারগুলোর মধ্যে সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা, সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া অব্যাহত রাখা, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে কার্যকর ভূমিকা রাখা, শিক্ষাছুটিতে থাকাকালীন শিক্ষকগণের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা, অস্থায়ী শিক্ষকগণের স্থায়ীকরণের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা, আবেদনের সময় থেকে নিকটবর্তী সিন্ডিকেটের সময়ের মধ্যে আপগ্রেডিং বোর্ড সম্পন্ন করা, শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমা চালু, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের আধুনিকায়ন ও প্রয়োজনীয় পর্যাপ্ত সামগ্রীর ব্যবস্থা করা, শিক্ষার্থীদের জন্য ডিনস এ্যাওয়ার্ডসহ শিক্ষাবৃত্তির সংখ্যা ও পরিমাণ বর্ধিত করা, দ্রুত নতুন হল চালু করে শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহণ করা, ক্যাম্পাসে জীববৈচিত্র্য সংরক্ষণসহ টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ, বিশ্ব ব্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা, গবেষণার উৎকর্ষ বাড়ানোর জন্য গবেষণা-অবকাঠামোর উন্নয়ন। শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য আর্থিক প্রণোদনা এবং বিভিন্ন এ্যাওয়ার্ড/সম্মাননা প্রবর্তন করা, তরুণ সহকর্মীদের জন্য উচ্চশিক্ষা সহায়তা স্কিম প্রবর্তন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য বঙ্গবন্ধু ফেলোশিপের ব্যবস্থা/ অন্যান্য আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয় থেকে IELTS, GRE, TOEFL, GMAT ইত্যাদি পরীক্ষার পূর্ণ ব্যয়ভার বহন করা, উচ্চতর ডিগ্রির জন্য আলাদা ইনক্রিমেন্ট প্রদান ও পোস্ট-ডক্টরাল ছুটির বিষয়ে নীতিমালা হালনাগাদ করা সহ প্রভৃতি।
উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ও বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন ` জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম` প্যানেল ঘোষণা করেছে।
একুশে সংবাদ.কম.আ.র.আ.প্রতি/সা’দ
আপনার মতামত লিখুন :