ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’র (সিআরসি) ২০২৩ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রনি সাহা সভাপতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের উম্মে হাবিবা হ্যাপি সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাসেল আহমেদ এবং সাধারণ সম্পাদক হাসান আল সাহাব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। তারা আগামী এক বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।
৪০ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি হাসিবুর রহমান, চঞ্চল মন্ডল, জয় বৈষ্ণব, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ শেখ, বাসুদেব মন্ডল, পারভেজ আহম্মেদ ও আবদেম মুনিব। সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন, অর্থ সম্পাদক শহীদ কাওসার, প্রচার সম্পাদক ইমদাদুল হক, দপ্তর সম্পাদক আকতারুল আলম সুমন এবং নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুরাইয়া ইয়াসমিন।
এছাড়া শিক্ষা ও পাঠ্যচিত্র বিষয়ক সম্পাদক শামসুত তাবরীজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন সৈকত, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোরসালিন, স্কুল ও ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মাসুম, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিতা খাতুন, আইন বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, ‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সাল থেকে সিআরসি’র কার্যক্রম শুরু হয়। এরপর থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নানা কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :