বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শরিয়তপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১৮ ফ্রেব্রুয়ারী) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায় ।
নতুন কমিটিতে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৭-১৮ শিক্ষার্থী আবু বকর কে সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের২০১৭-১৮ শিক্ষাবর্ষের সবুজ ঢালী কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
৩৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যা হলেন সহ-সভাপতি ইমরান হোসেন, সোহেল রানা ও মিশু আক্তার, যুগ্ন সাধারণ সম্পাদক মো:উজ্জল খান, মাজেদুল ইসলাম মুরাদ,মো:শাহিন মিয়া, আশিকুর ইসলাম, এস এ শুভ,নূর মোহাম্মদ, সবুজ মিয়া, সরোয়ার জাহান মুক্ত, নাহিয়া নিশি,শেহজাদী হক, সান্তনা আক্তার ৷ সাংগঠনিক সম্পাদক সিকদার রিদয়। সহ সাংগঠনিক সম্পাদক মো:আরিফ রশিদ ও মো: জসিম। শিক্ষা বিষয়ক সম্পাদক সুমি আক্তার। ছাত্রী বিষয়ক সম্পাদক অনামিকা আক্তার। সহ ছাত্রী বিষয়ক সম্পাদক নূরে জাহান শশী। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেরুন নেছা নাবেরী। অর্থ সম্পাদক মো. মামুন। সহ অর্থ সম্পাদক আনিসুর রহমান ও উম্মে হাফসা। আইন বিষয়ক সম্পাদক মোসা:জান্নাত। প্রচার সম্পাদক তন্ময় ঘোষ। সহ প্রচার সম্পাদক আলভী আক্তার, শহিদুল ইসলাম ও আবিদ আল রাকিব। দপ্তর সম্পাদক মোঃ সবুজ মাহমুদ, শাহজালাল আকন ও ছাব্বির রহমান।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ববিস্থ শরিয়তপুর জেলার সকল শিক্ষার্থীদের শিক্ষাবিষয়ক বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :