রাত পোহালেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তনকে কেন্দ্র করে গ্র্যাজুয়েটদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে পুরো ক্যাম্পাস।
আগামীকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। এছাড়া সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
তবে মূল অনুষ্ঠানের আগেই ক্যাম্পাসে বইছে উৎসবের হাওয়া। ইতোমধ্যে সমাবর্তনের আনুষাঙ্গিক সামগ্রী সংগ্রহ করেছেন গ্র্যাজুয়েটরা। এ নিয়ে শুরু হয়েছে উচ্ছ্বাস।
সমাবর্তন প্রত্যাশীরা সমাবর্তনের গাউন ও ক্যাপ পরিধান করে দলবেঁধে আনন্দে মেতে উঠেছেন।আবার অনেকে পরিবার-পরিজন নিয়ে মনের আনন্দে ক্যাম্পাসে বিচরণ করছেন। সব জায়গায় উড়ছে কালো ক্যাপ। অনুষ্ঠানের একদিন বাকি থাকলেও অপেক্ষা যেন সইছে না তাদের। গাউন পেয়েই মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ছেন তারা।
ইতিহাস বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী সারোয়ার ভূইয়া বলেন, জীবনের প্রথম সমাবর্তন এটি। দীর্ঘ আট বছর পর জাবিতে এই সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সাথে সিনিয়র,ব্যাচমেট ও জুনিয়রদের অংশগ্রহণের ফলে ক্যাম্পাসে উৎসবের আমেজ শুরু হয়েছে। রাষ্ট্রপতির আগমনের মধ্যে দিয়ে জাবি থেকে ডিগ্রিধারীদের সনদ প্রদানের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের বিষয়টি ভাবলেই অসাধারণ অনুভূতি মনে সাড়া জাগাচ্ছে।
অর্থনীতি বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী জাকির হোসেন বলেন, অনেক বছর পরে সমাবর্তন হলেও এটি আমাদের জন্য অনেক আবেগের বিষয়। পরিবারকে সঙ্গে নিয়ে এসেছি। সহপাঠী সহ ক্যাম্পাসের সিনিয়র -জুনিয়র সবার সঙ্গে দেখা হবে। বিষয়টি ভেবে ভীষণ ভালো লাগছে!
সন্তান ও স্বামীকে নিয়ে ক্যাম্পাসে এসেছেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মিফতাহুল জান্নাত। তিনি বলেন, শিক্ষা জীবন শেষে সব শিক্ষার্থীদের একটা স্বপ্ন থাকে সমাবর্তন পাওয়ার জন্য। এই অসাধারণ মুহূর্তে সন্তান ও স্বামীকে সঙ্গে নিয়ে এসেছি। সবার মতো আমিও এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চাই।
উল্লেখ্য, এবারের সমাবর্তনে মোট ১৫ হাজার ২১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে নিয়মিত স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারী ১১ হাজার ৪৪৪ জন, উইকেন্ড প্রোগ্রামের তিন হাজার ৪৬১ জন, এমফিল ডিগ্রির ৩৪ জন এবং পিএইচডি সম্পন্নকারী ২৮০ জন। এ ছাড়াও সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে তিনটি ক্যাটাগরিতে ১৬ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করবেন রাষ্ট্রপতি।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :