AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জবিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া


জবিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া

প্রাকৃতিক দূর্যোগে আগাম প্রস্তুতি ও দুর্ঘটনা ঘটলে কীভাবে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করা যায়, বাস্তবে কীভাবে আগুন নেভানো হয় ও তার বিভিন্ন কলাকৌশল এবং ভূমিকম্পের সময় নিজেদের জান মাল রক্ষায় করণীয় বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মহড়া অনুষ্ঠিত হয়েছে। কৃত্রিম ভূমিকম্প অবস্থা তৈরি করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

 

রোববার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ চত্ত্বরে এই মহড়ার আয়োজন করে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ উপলক্ষ্যে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও উদ্ধার বিষয়ে এ মহড়ার উদ্বোধন করা হয়।

কৃত্রিম ভূমিকম্প অবস্থার সময়ে দেখা যায়, আশেপাশের গাছগুলো সব কাঁপতে শুরু করলো। পায়ে দাঁড়িয়ে থাকা কঠিন, বুঝতে পারা গেল ভূমিকম্প শুরু হয়েছে। শিক্ষার্থীরা মাটিতে বসে পড়লো। কিছুক্ষণের মধ্যেই বিজ্ঞান অনুষদের চতুর্থ তলায় দেখা যায় তীব্র ধোঁয়া। শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে। বেশ কিছু শিক্ষার্থী আটকা পড়ে ভবনে। প্রথমে স্বেচ্ছাসেবকরা উদ্ধারকাজ শুরু করলেও উদ্ধারের ক্ষেত্রে তা যথেষ্ট নয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট জবি ক্যাম্পাসে দ্রুত চলে আসে এবং উদ্ধার কাজ শুরু করে।

 

মহড়ার সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিশেষজ্ঞ প্রশিক্ষক দল অংশগ্রহণ করে। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউট ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করে। প্রাকৃতিক দুর্যোগের সময় নিজেদের জান মাল রক্ষায় করণীয় বিষয়ে বিভিন্ন কৌশল, হতাহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান ইত্যাদি বিষয়ে মহড়ায় প্রশিক্ষণ দেওয়া হয়।

মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এনডিসি বলেন, ‘ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ হুট করেই চলে আসে। কোনো আগাম তথ্য পাওয়া যায়না। তাই এসব দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। এজন্য সবাইকেই দুর্যোগের সময় করণীয় সম্পর্কে জ্ঞান রাখতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাধ্যমে মহড়া দিয়ে সবাইকে সেই শিক্ষা দেওয়া, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যাতে দুর্যোগের সময় ফায়ার সার্ভিসের আশায় বসে না থেকে সাধারণ মানুষও জান মাল বাঁচাতে ও ক্ষয়ক্ষতি কমাতে ভূমিকা রাখতে পারে। অন্তত ফায়ার সার্ভিস আসা পর্যন্ত নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে।’

 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচিব বলেন, ‍‍`মহড়ার মাধ্যমে আপনারা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময়ে করণীয় সম্পর্কে শিখে, তা সবার মধ্যে ছড়িয়ে দিবেন। যাতে বাকিরাও শিক্ষা গ্রহণ করে দুর্যোগের সময় কাজে লাগাতে পারে। যা দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে ভূমিকা রাখবে।‍‍`

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে মহড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কে এম আবদুল ওয়াদুদ, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. ফিরোজ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোস্তফা কামাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনিসুর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এসএপি
 

Link copied!