AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবিতে বৈধ সিট থেকে ছাত্রকে বের করে দেওয়ার অভিযোগ


ইবিতে বৈধ সিট থেকে ছাত্রকে বের করে দেওয়ার অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের এক আবাসিক ছাত্রকে হলের বৈধ সিট থেকে জোরপূর্বক নামিয়ে দেওয়ার অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। অভিযোগকারী ওই শিক্ষার্থীর নাম মাহাদী হাসান। তিনি ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী।

 

শনিবার (১ এপ্রিল) ওই শিক্ষার্থী প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

 

লিখিত অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি বিগত কয়েকদিন যাবৎ আমার আবাসিকতাপ্রাপ্ত কক্ষে অবস্থান করছিলাম। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্দিক (পরিসংখ্যান বিভাগ, ২০১৬-১৭ শিক্ষাবর্ষ) ভাইয়ের মাধ্যমে তরুন (বাংলা বিভাগ, ২১০৬-১৭ শিক্ষাবর্ষ) ভাই, ফাহিম ফয়সাল ( ডেভেলপমেন্ট স্টাডিজ, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ) ভাই ও রাজু (বাংলা বিভাগ, ২০১৮-১৯) ভাই আমাকে হলের ৪২৭ নম্বর কক্ষে আসতে বলে। আমি তখন ইফতার শেষ করে নামাজের জন্য যাচ্ছিলাম। ফোন পেয়ে আমি দ্রুত হলে চলে আসি। সেখানে পৌঁছে দেখতে পাই, আমার বই, খাতা, তোষক ও বালিশ রুমের বাইরে করিডোরে পড়ে আছে। সেখানে আগে থেকেই তরুন ভাই, ফাহিম ভাই, রাজ ভাইসহ আরও একজন ভাই উপস্থিত ছিলেন। আমি সালাম দিয়ে কক্ষে প্রবেশ করি।

 

প্রথমে ফাহিম ভাই আমাকে বলে, ‘তুই মাহাদী?’ আমি হ্যাঁ বলি। তারপর তিনি আমাকে বলেন, ‘তুই কোন কক্ষে থাকিস?’ আমি বলি, ‘ ৪২৮ আমার আবাসিক কক্ষ। আমি ওই কক্ষেই আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অবস্থান করছি। তখন ফাহিম বলেন, ‘আগে কোথায় ছিলি?’

 

আমি বলি, ‘৩০৮-এ  মেহেদি হাসান তানভীরের অতিথি হিসেবে ছিলাম। এখন আমার কক্ষ ৪২৮ বরাদ্দ হয়েছে, আমি এখানেই থাকবো।’ তখন  রাজু ভাই আমাকে ধমক দিয়ে বলে, ‘তুই কে! তোকে আগে কখনও হলে দেখিনি তো। কে তোরে হলে তুলেছে? আর ওইসব আবাসিকতার কাহিনি বাদ দে, আমরা যা বলবো হলে তাই হবে।’

 

এ সময় তরুন ভাই বলে, ‘আমারে চিনিস তুই, আমি কে? এখনও ভালোয় ভালোয় ৪২৮ থেকে সবকিছু নিয়ে কোথায় যাবি যা, ৩০৮ এ থাকবি নাকি কোথায় থাকবি আমরা জানি না। পরে তিনি রুমের বাইরে করিডোরে ফেলে দেওয়া আমার বই, খাতা, তোষক বালিশসহ আমার প্রয়োজনীয় জিনিসপত্রের দিকে ইঙ্গিত করে বলেন, ‘এইখানে তোর সবকিছু আছে, নিয়ে চলে যাস।’

 

অভিযোগের বিষয়ে ফাহিম ফয়সাল বলেন, কাউকে সিট থেকে নামানো হয়নি। আমরা শুধুমাত্র দুজনের মধ্যে একটা সমঝোতা করে থাকতে বলেছি।

 

তরিকুল ইসলাম তরুন বলেন, ওই ছেলে হলে আগে এক কক্ষে থাকতো পরে অন্য কক্ষে উঠতে চায়। আমরা ওকে ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করি। প্রাথমিক কিছু কথা হয়েছে, হুমকি বা এ জাতীয় কোন কথা আমি বলিনি।

 

অন্য অভিযুক্ত রাজুর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আমি বিষয়টি জানিনা। আমি খোঁজখবর নিয়ে দেখি। ছাত্রলীগ কখনো কাউকে বৈধ সিট থেকে বের করে দেওয়ার এখতিয়ার রাখে না।

 

লালন শাহ হল প্রভোস্ট অধ্যাপক ড. ওবাইদুর রহমান বলেন, আমরা অভিযোগপত্র পেয়েছি। এ বিষয়ে আলোচনা করে বিষয়টির খোঁজখবর নেবো।

 

একুশে সংবাদ/এসএপি

টাইমলাইন

  1. ০৮:১৫ পিএম, ১৯ মে, ২০২৩ গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয়
  2. ০৩:১৫ পিএম, ১৫ মে, ২০২৩ ইবির জিয়া হলের নতুন প্রভোস্ট ড. জাকির
  3. ০৬:০৩ পিএম, ১৮ এপ্রিল, ২০২৩ আদিবাসীদের বর্ষবরণ উৎসব উদযাপনের গল্প
  4. ০৯:২৪ পিএম, ১২ এপ্রিল, ২০২৩ বাংলা নববর্ষ বরণে প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয়
  5. ০৪:১৬ পিএম, ৪ এপ্রিল, ২০২৩ ইবি উপাচার্যের ‘কন্ঠ সদৃশ’ অডিও ইমেজ সংকটের কারণ
  6. ০৯:৫২ পিএম, ৩ এপ্রিল, ২০২৩ ইবিতে বৈধ সিট থেকে নামিয়ে দেওয়া সেই ছাত্র হলে উঠলেন আজ
  7. ০৪:০১ পিএম, ২ এপ্রিল, ২০২৩ ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং বিরোধী র‍্যালি
  8. ০৫:৪২ পিএম, ১ এপ্রিল, ২০২৩ ইবিতে বৈধ সিট থেকে ছাত্রকে বের করে দেওয়ার অভিযোগ
  9. ০৫:৪৯ পিএম, ২৮ মার্চ, ২০২৩ ফের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত ইবি শিক্ষক সমিতির
  10. ০৭:৩৪ পিএম, ১৯ মার্চ, ২০২৩ ইবিতে বিদেশী শিক্ষার্থীদের বরণ-বিদায়
  11. ০৬:৪৩ পিএম, ১৯ মার্চ, ২০২৩ ইবি রেজিস্ট্রারের অডিও ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি
  12. ০১:০৩ পিএম, ১৯ মার্চ, ২০২৩ গুচ্ছ ভর্তি পদ্ধতি বাতিলের দাবিতে ইবিতে মানববন্ধন
  13. ০৭:৩৯ পিএম, ১৪ মার্চ, ২০২৩ ইবিতে মাইকিং করে বহিরাগত প্রবেশ নিষিদ্ধের ঘোষণা
  14. ০২:৪৩ পিএম, ১৪ মার্চ, ২০২৩ ইবির দুই শিক্ষার্থীকে বহিরাগতদের মারধর, গ্রেফতার ১
Link copied!