AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মাসুম বেপারি ও আবু সাদাত


বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মাসুম বেপারি ও আবু সাদাত

বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) এর ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুম বেপারি।

 

তিনি প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইতা আনজুমকে ৮১ ভোটের ব্যবধানে পরাজিত করে সভাপতি হিসেবে নির্বাচিত হন। সেই সঙ্গে সাধারণ সম্পাদক পদে ২৮ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাদাত।

 

সোমবার (৩ এপ্রিল) সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু করে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে পৌনে পাঁচটার দিকে ফলাফল ঘোষণা করা হয়। ১১১ জন ভোটারের মধ্যে ১০১ জন ভোটার ভোট প্রদান করেন। ভোট কাস্টিংয়ের হার ৯০.৯ শতাংশ।

 

প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা পালন করেন মোঃ রফিকুল ইসলাম ইয়ামিন।  এছাড়াও সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মোঃ সাব্বির হোসেন ও মোঃ সাইফুল ইসলাম খান সিফাত

 

প্রধান নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম ইয়ামিন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে গনতন্ত্র চর্চার অন্যতম একটি উদাহরণ হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নির্বাচন যেখানে প্রতিটি সদস্য নিজস্ব ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজের অধিকারের বিষয়টি ফুটিয়ে তোলেন পাশাপাশি বিতার্কিক ও দক্ষ নেতৃত্ব গড়ে তোলা হয়। এসময় তিনি সকল সদস্য, মোডারেটসহ বিতার্কিকদের একত্রে কাজ করার আহ্বান জানান।

 

একুশে সংবাদ.কম/জা.হ.প্র/জাহাঙ্গীর

Shwapno

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!