প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা কলেজে প্রাক্তন রোভার স্কাউট ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার ঢাকা কলেজের স্কাউট রুমে এই ইফতার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মাদ ইউসুফ, স্কাউট ব্যক্তিত্ব হিসেবে ছিলেন জাতীয় কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। সভাপতিত্ব করেন ঢাকা কলেজ প্রাক্তন রোভার স্কাউটস ফোরামের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম খান।
ঢাকা কলেজের সাবেক এসআরএম ও প্রাক্তন ফোরামের কার্যনির্বাহী সদস্য গোলাম রসূল বলেন, সাবেক ও বর্তমানদের মাঝে যোগাযোগ বৃদ্ধি ও সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরীর জন্য আমাদের এই ইফতার আয়োজন।
তিনি আরো বলেন, স্কাউট সাবেক ও বর্তমানদের সাথে নিয়ে দেশের মানুষের সহযোগিতা করা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের এই কার্যক্রম।
ঢাকা কলেজ স্কাউটসের গ্রুপ কাউন্সিল সভাপতি এসআরএম শাহাদাত হোসেন বলেন, ঢাকা কলেজ স্কাউট গ্রুপ ৫০ বছরের পুরাতন ও ঐতিহ্যবাহী একটি সংগঠন। অন্য বছরের মতো এবারও নতুন পুরাতন সকলকে সাথে নিয়ে ইফতারের আয়োজন করা হয়। আমরা চাই, অদূর ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকুক।
একুশে সংবাদ.কম/হু.ক/বি.এস
আপনার মতামত লিখুন :