উচ্চতর মানবিক মূল্যবোধের বৈষম্যহীন সমাজ পরিকাঠামো বিনির্মানের লক্ষ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শিল্প সাহিত্যের যে সমৃদ্ধ ভান্ডার তৈরী করেছেন আজ ও আগামী প্রজন্মকে তা পথচলার নিরন্তর প্রেরণা যোগাবে।
সোমবার (৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রবিন্দ্র গবেষকগন একথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো- উপাচার্য ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ সামাদের সভাপতিত্বে দেশবরেণ্য কবি ও শিক্ষাবিদগন আলোচনায় অংশ নেন।
আলোচকগন বলেন, কবিতা, উপন্যাসের পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ ঠাকুরের সমাজচেতনা এবং দর্শন আজও সমান প্রাসঙ্গিক ও সময়পোযোগী।
একুশে সংবাদ/জ.র.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :