AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ববিতে ইন্টারনেট এবং আমাদের অধিকার শীর্ষক কর্মশালা


ববিতে ইন্টারনেট এবং আমাদের অধিকার শীর্ষক কর্মশালা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইন্টারনেট এবং আমাদের অধিকার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৩ জুন) সকালে জীবনানন্দ দাশ কনফারেন্স হলে একটিভেট রাইটস এবং বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) যৌথ আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক দিল আফরোজ খানম। কর্মশালায় একটিভেট রাইটসের কো- অর্ডিনেটর  আজহারুল ইসলামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোঃ ওবায়দুর রহমান, একটিভেট রাইটসের সহ-প্রতিষ্ঠাতা শোয়েব আব্দুল্লাহ, সুবিনয় মুস্তফী ইরন, মুজাহিদুল ইসলাম সহ আরো অনেকে।

 

কর্মশালাটিতে বক্তারা দৈনন্দিন জীবনের সঙ্গে ইন্টারনেটের সংযুক্তি, তথ্যের অবাধ প্রবাহ, বাংলাদেশের প্রেক্ষাপটে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও নাগরিক অধিকারের নানান দিক নিয়ে আলোচনা করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক দিল আফরোজ খানম বলেন, ইন্টারনেট যেহেতু আমাদের একটি অধিকারের বিষয়বস্তু সেহেতু ইন্টারনেটের দায়িত্বজ্ঞানহীন ব্যবহার আমাদের প্রতিরোধ করা প্রয়োজন । নিজেদের অধিকার আদায়ের পাশাপাশি কারো অধিকার যেন ইন্টারনেটের অপব্যবহারের ফলে ক্ষুণ্ণ না হয় সেদিকে খেয়াল রাখা উচিত।

 

কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক এবং  বিভিন্ন বিভাগের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সকলকে ‍‍`ইন্টারনেট ও আমাদের অধিকার‍‍` শিরোনামে একটি হ্যান্ডবুক এবং ইলেকট্রনিক সার্টিফিকেট প্রদান করা হয়।

 

উল্লেখ্য, একটিভেট রাইটস  ডিজিটাল অধিকার সম্পর্কে জানা-বোঝার মুক্ত পরিসর তৈরীর প্রচেষ্টাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত একটি সংগঠন।

 

একুশে সংবাদ.কম/জা.হো/বিএস

Link copied!