AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খুবি রোটার‌্যাক্ট ক্লাবের নতুন নেতৃত্বে ইমরান ও ফাহিম


খুবি রোটার‌্যাক্ট ক্লাবের নতুন নেতৃত্বে ইমরান ও ফাহিম

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) রোটার‌্যাক্ট ক্লাবের ২০২৩-২৪ বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের ৩য় বর্ষের এ. এস. এম আল ইমরানকে সভাপতি এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ ডিসিপ্লিনের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ ফাহিম রহমান সাধারণ সম্পাদক করে মঙ্গলবার (২০ জুন) এ কমিটি গঠন করা হয়।

 

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে শেখ ফয়সাল আলম, মোঃ তরিকুল ইসলাম তুষার এবং রাহুল কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহাবুব আলম যুবায়ের, অজয় মজুমদার এবং মোঃ ইসতিয়াক আহমেদ সাজিদ, কোষাধ্যক্ষ পদে সৌরভ দাশ, সহকারী কোষাধ্যক্ষ পদে ম. ই. ম ফাহাদ, ফাইন্যান্সিয়াল সার্ভিস ডিরেক্টর পদে  মোঃ ইমজামাম উল হক, সার্ভিস প্রোজেক্ট চেয়ার পদে মোঃ নাবিল আব্দুল্লাহ কৌশিক, মেম্বারশিপ চেয়ার পদে ইসরাত জাহান তিবা, পাবলিক ইমেজ চেয়ার পদে মোঃ রিজভি, এডিটর পদে মাহফুজুর রহমান, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর পদে তৌফিকুর রহমান তামিম, এসিস্ট্যান্ট প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর পদে নিশাত তাহিয়া, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর পদে রাফিউল ইসলাম সাজিদ, এসিস্ট্যান্ট কমিউনিটি সার্ভিস ডিরেক্টর পদে মোঃ মেহেদী হাসান, ক্লাব সার্ভিস ডিরেক্টর পদে জারিন রেশনী প্রভা, এসিস্ট্যান্ট ক্লাব সার্ভিস ডিরেক্টর পদে জি.এম. রাকিব, ইন্টারন্যাশনাল সার্ভিস পদে ডিরেক্টর কিফায়াত আরা রিফা, এসিস্ট্যান্ট ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর পদে, মালিহা আহমেদ, সার্জেন্ট এট আর্মস পদে চয়ন বকশি, এসিস্ট্যান্ট সার্জেন্ট এট আর্মস পদে  তামিমা আক্তার স্বর্ণা।

 

খুবি রোটার‌্যাক্ট ক্লাব একটি স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন। নিজেদের ব্যক্তিত্ব বিকাশ এবং সমাজসেবাকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে দীর্ঘ ২৪ বছর ধরে চলমান রয়েছে এই ক্লাবের পথচলা। চাকরি মেলা, বৃক্ষ রোপন, শীতবস্ত্র বিতরণ, কুইজ প্রতিযোগিতা, রক্ত দান, অসহায় মানুষের পাশে দাড়ানো, খাদ্য বিতরণ, ইফতার ও ইদ সামগ্রী বিতরণ সহ  অসংখ্য সামাজিক সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে থাকে ক্লাবটি।

 

একুশে সংবাদ/প.খ.প্র/জাহা

Link copied!