AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাবিতে ফখরুলের কুশপুতুল দাহ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:১৫ পিএম, ১১ জুলাই, ২০২৩
ঢাবিতে ফখরুলের কুশপুতুল দাহ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের হিট অফিসারকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কুশপুত্তল দাহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীরা।

 

মঙ্গলবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও মির্জা ফখরুলের কুশপুতুল দাহ করা হয়।

 

কুশপুতুল দাহের সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘বিএনপি বয়কট’সহ মির্জা ফখরুলকে নিয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা।

 

এ সময় বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি রাজিয়া সুলতানা বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাকে বলতে চাই, আপনি নিজে একজন বয়স্ক লোক হয়ে নিজের মেয়ের বয়সের একজন মেয়েকে কীভাবে বলতে পারেন আপনি তাকে দেখে হিটেড হয়ে যান। এরকম একজন লোক দলের মহাসচিব কীভাবে হয় সেটাই আমাদের প্রশ্ন। কীভাবে কথা বলতে হয় আপনাকে শিখতে হবে। না পারলে নারী শিক্ষার্থীদের কাছ থেকে আপনি এসে শিখে যান কীভাবে কথা বলতে হয়, কোন ভাষায় প্রতিবাদ জানাতে হয়।

 

তিনি আরো বলেন, ‘আপনাকে অবশ্যই সংবাদ সম্মেলনে নারী সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। না হলে আগামী ভোটে আমরা দেখিয়ে দেবো আমাদের ক্ষমতা কতটুকু। আপনি যতদিন পর্যন্ত ক্ষমা না চাইবেন ততদিন আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাবো।’

 

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক নারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা যায়।

 

একুশে সংবাদ/ঢ/এসএপি

Link copied!