AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বুলবুল-তামজিদের নেতৃত্বে ইবির স্পোর্টস এসোসিয়েশন


বুলবুল-তামজিদের নেতৃত্বে ইবির স্পোর্টস এসোসিয়েশন

ইসলামী বিশ্ববিদ্যালয় স্পোর্টস এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এইচ এম বুলবুল সভাপতি এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামজিদ হায়দার সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। আগামী এক বছর তারা এ দায়িত্ব পালন করবেন।

 

মঙ্গলবার (২৫ জুলাই) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, ফয়সাল সিদ্দিকী আরাফাত ও নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি বোরহান উদ্দিন (ক্রিকেট-আম্পায়ার), তামিমুর রহমান (বাস্কেটবল), জিয়ন সরকার (ফুটবল), স্মরন খন্দকার (ক্রিকেট), রিজওয়ান খান (ক্রিকেট), দ্বীপন আইচ (বাস্কেটবল) ও তামিম হৃদয় (হ্যান্ডবল), যুগ্ম সাধারণ সম্পাদক বিজন কৃষ্ণ রায় (ফুটবল), নাইমুল ইসলাম জয় (টেবিল টেনিস), সাইম হোসেন শুভ (হ্যান্ডবল), রাব্বি (টেবিল টেনিস), শুভ (হ্যান্ডবল) ও মনিরা বিথি (ক্রিকেট), সাংগঠনিক সম্পাদক সাইফুল (ভলিবল), শেখ সাকলাইন (ক্রিকেট), কাজী জামিলুর রহমান জামিল (ব্যাডমিন্টন), সাদী শাহরিয়ার জাহিন (বাস্কেটবল) ও সাব্বির আহমেদ (ক্রিকেট-আম্পায়ার)।

 

অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস তানজিনা, দপ্তর সম্পাদক আরাফাত (ব্যাডমিন্টন), রত্না রানী (ক্রিকেট) ও জায়েদ (ভলিবল), প্রচার সম্পাদক বদরুল আমিন পিয়াস (হ্যান্ডবল), ইশতিয়াক ফেরদৌস ইমন, মেজবাহুল ইসলাম (ব্যাডমিন্টন), তানভীর হীরক ও হাসিন ইনতেসাফ অর্প।

 

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন কাজী সুমন (ক্রিকেট), মাহফুজুল ইসলাম (ক্রিকেট), সাইফুল ইসলাম (ক্রিকেট), পূর্ণ (ক্রিকেট), মতিউর রহমান মতি (ক্রিকেট), সাজ্জাদ হোসেন তালুকদার (ক্রিকেট), আসাদ ও রুমন আহমেদ (ফুটবল)।

 

কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল, শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক শেখ মুস্তাফিজুর রহমান, শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, বিকেএসপির ফুটবলার মুহাইমিনুল ইসলাম মিশু, সংবাদকর্মী ইমানুল সোহান, ফাহিম ফয়সাল, জিহাদ হাসান পাপন ও আব্দুল মান্নান মেজবাহ।

 

একুশেসংবাদ.কম/আ.হো/বিএস

Link copied!