শোকাবহ আগস্ট উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শন, তাঁর কর্ম ও ত্যাগ এবং ১৫ আগস্টের হত্যাকাণ্ড নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগে দেয়ালিকা প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯আগস্ট) সকালে অডিটোরিয়াম ভবনে এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডীন ড. চন্দন আনোয়ার।
উদ্বোধন ও দেয়ালিকা প্রদর্শনী শেষে চন্দন আনোয়ার বলেন, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি আবেগে আপ্লুত হয়েছি এবং আমি আশাবাদী হয়েছি এই শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে অবদান রাখবে ৷ আমি আশা করি শিক্ষার্থীদের বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সম্পর্কে আরও বেশি জানার ও উদ্ভাবনী শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে এমন আয়োজন অব্যাহত রাখবে সমাজবিজ্ঞান বিভাগ।
এ সময় বিভাগের চেয়ারম্যান ড. রোকনুজ্জামান বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়াজনে মুক্তিযুদ্ধের চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে। আগামীতে তরুণরা দেশকে এগিয়ে নিয়ে যাবে তার প্রতিচ্ছবি এখানে ফুটে উঠেছে৷
সমাজবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক ইসরাত ইশিতা হক ও মো. মুনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
উল্লেখ্য, দেয়ালিকা প্রদর্শনীতে সমাজবিজ্ঞান বিভাগের ৪ টি ব্যাচ অংশগ্রহণ করে। এতেবিভাগের দ্বিতীয় ও তৃতীয় ব্যাচ যৌথভাবে প্রথম এবং চতুর্থ ও পঞ্চম ব্যাচ যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করে। প্রদর্শনী শেষে দেয়ালিকা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডীন চন্দন আনোয়ার।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :