জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দ্রুততম সময়ের মধ্যে মাস্টার প্ল্যান প্রণয়ন ও অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩৭ কোটি টাকা ব্যয়ে ৩য় প্রশাসনিক ভবন নির্মাণের পরিকল্পনা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন প্রগতিশীল শিক্ষার্থীরা।
আজ বুধবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। পরে মিছিলটি বিশ্বিবিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন ঘুরে সামাজিক বিজ্ঞান অনুষদ সংলগ্ন টারজান পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সমাবেশে জাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, ‘অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজ শুরুর পর থেকেই দুর্নীতির ঘটনা দেখছি। প্রশাসনের কোন জবাবদিহিতা না থাকায় নিজেদের ইচ্ছে মতো কাজ করছে। তৃতীয় প্রশাসনিক ভবন নির্মাণে আপত্তি থাকা সত্ত্বেও টারজান পয়েন্টে সেটি নির্মাণের পরিকল্পনা করছে। উন্নয়ন প্রকল্প থেকে ছাত্রলীগকে ঈদ সালামি দেওয়া হয় অথচ মাস্টারপ্ল্যান করা হয় না। যদি তৃতীয় প্রশাসনিক ভবনের জন্য ১৩৭ কোটি টাকা অপচয় করা হয় তাহলে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাধা দিবো।’
সমাবেশে ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি বলেন, ‘প্রশাসনের মাস্টারপ্ল্যান প্রণয়নে অনীহা কেন এই প্রশ্নটা আমাদের সকলের করা উচিত। শিক্ষার্থীদের জন্য হল খুলে দেয়া হয়েছে অথচ এখন পর্যন্ত সেখানে তারা কোনো ধরনের চেয়ার টেবিল দিতে পারেনি। এগুলো সবই অপরিকল্পনার ফল।’
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :