গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা অডিটোরিয়াম কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নবনির্বাচিত ২০২৩-২০২৪ কেন্দ্রীয় নির্বাহী কমিটির শপথ গ্রহণ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় শপথ গ্রহণ শুরু হয় ও এরপর শোক সভা শেষে মধ্যাহ্নভোজ ও পরবর্তীতে সাধারণ সভা শেষে শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা) এর চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.এ এফ এম আবদুল মঈন,গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোফাজ্জল হক টুটুল, বাংলাদেশ আওয়ামী লীগ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শেখ আবুল বাশার খায়ের,বাংলাদেশ আওয়ামী লীগ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের উপদেষ্টা ও সাবেক সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু, সঞ্চালকে ছিলেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব ও বশেমুরবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন এর সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম(হিরা) এবং বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি মীর মোঃ মোর্শেদুর রহমান।
শোকসভা শেষে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়৷
উল্লেখ্য যে, গত ২২ জুলাই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সারাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/সা.উ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :