AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ৪৭ তম প্রয়াণ দিবস পালিত


Ekushey Sangbad
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০৭:২৮ পিএম, ২৭ আগস্ট, ২০২৩
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ৪৭ তম প্রয়াণ দিবস পালিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়াণ দিবসে আজ রোববার (২৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবির সমাধিতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।

 

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসানসহ অন্য শিক্ষক ও কর্মকর্তারা।

 

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, নজরুলের রচনা থেকে বাঙালি পেয়েছে আত্মিক বল, বিশ্বে পরিচয়, ভবিষ্যতের দিশা। ফলে নজরুলের রচনা সত্যিই সে সময় প্রাসঙ্গিক কি না, এই প্রশ্নটি উঠেছিল। নজরুল জানতেন, তাঁকে নিয়ে পরিচিত সমাজে কী আলোচনা হচ্ছে। আর সে কারণেই তিনি বলেওছিলেন, যুগের সেই হুজুগ কেটে গেলে তিনি স্মরণীয় থাকবেন কি থাকবেন না, সেটা তাঁর ধর্তব্যের বিষয় নয়।

 

কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপাচার্য আরও বলেন, নজরুলের গান-কবিতা রচনা যেমন বাঙালির মুক্তিসংগ্রামে সব সময় পাথেয় ছিল, বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে পৌঁছে দেওয়ার লড়াইয়ে নজরুলের রচনা তেমনি প্রেরণা হিসেবে কাজ করবে। তাই নজরুলের নবযুগের ডাক শুধু সেদিনের জন্য নয়, আজকের জন্যও প্রযোজ্য। আর সেই ডাকে সাড়া দিয়ে উন্নত দেশ গড়ার ক্ষেত্রে সবার উচিত ধারাবাহিকভাবে একত্রে কাজ করা।

 

এদিকে নজরুলের প্রয়াণ দিবসে ক্যাম্পাসে অবস্থিত জাতীয় কবির ভাস্কর্যেও ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, কর্মকর্তা পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ অন্যরা। এদিন সকাল আটটায় কেন্দ্রীয় মসজিদে পবিত্র কোরআন খতম ও বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এদিকে রবীন্দ্র নজরুল প্রয়াণ দিবস উপলক্ষ্যে আগামীকাল সোমবার (২৮ আগস্ট ২০২৩) বেলা ১১টায় রবীন্দ্র ও নজরুলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। এরপর সাড়ে ১১ টায় প্রশাসনিক ভবনের কনাফরেন্স কক্ষে শুরু হবে সেমিনার। কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।

 

বিশেষ অতিথির বক্তব্য দেবেন প্রফেসর ড. আতাউর রহমান। প্রবন্ধ উপস্থাপন করবেন প্রফেসর ড. তারানা নুপুর ও সহযোগী অধ্যাপক ড. সুবীর কুমার চক্রবর্তী। আলোচনা করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. তারেক রেজা। শুভেচ্ছা বক্তব্য দিবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার। স্বাগত বক্তব্য দিবেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এসময় সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফাতেমা-তুজ-জোহরা। এছাড়া আবৃত্তি ও প্রামাণ্যচিত্র পরিবেশন করা হবে।

 

একুশে সংবাদ/এস.ম.প্র/জাহা

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!