AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্যান্টিন বন্ধ করে পালালেন ববির হলের ক্যান্টিন পরিচালক সুমন, দুর্ভোগে শিক্ষার্থীরা


ক্যান্টিন বন্ধ করে পালালেন ববির হলের ক্যান্টিন পরিচালক সুমন, দুর্ভোগে শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে-বাংলা হলের ক্যান্টিন পরিচালক সুমন ও তার কর্মচারীরা পালিয়ে যাওয়ায় হলের ক্যান্টিন আপাতত বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।

 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে হলের ক্যান্টিনে গেলে শিক্ষার্থীরা ক্যান্টিন বন্ধ দেখেন। পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ক্যান্টিন ও বাহিরের খাবার হোটেল থেকে নাস্তা করেন।

 

জানা যায়, গত ৩০ আগস্ট (বুধবার) রাতের খাবার পরিবেশনের পর আজ সকাল থেকেই খোঁজ নেই সুমন ও তার কর্মচারীদের। তারা হলের ক্যান্টিন পরিচালনার দায়িত্বে চলতি মাস আগস্ট থেকে শুরু করেন৷ ক্যান্টিনে দায়িত্বরত বাবুর্চি মো: বেলাল নতুন পরিচালকের পলায়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ক্যান্টিনের বাবুর্চি বেলাল জানান, হলের ক্যান্টিন চালাতে গিয়ে লোকসান ও ঋণের সম্মুখীন হয় সুমন।  আজ মাসের শেষদিন ক্যান্টিনে আয়-ব্যায়ের হিসাব করা হবে, যথাযথ হিসাব দিতে পারবে না বলে এবং ক্যান্টিনের গ্যাস মালিকদের ও অন্যান্যদের টাকা পরিশোধ করার চাপ সহ্য করতে না পেরেই সে ও তার লোকেরা পালিয়েছে।

 

দুপুরের ক্যান্টিন চলবে কিনা জানতে চাইলে তিনি জানান, সুমন ও তার লোকেরা পালিয়ে যাওয়ার কারণে পর্যাপ্ত টাকা না থাকায় রান্নার জন্য তরকারি ও গ্যাস কেনা সম্ভব না। এই মূহুর্তে রান্নার কাজে হাত দিতে পারছিনা। আপাতত ক্যান্টিন বন্ধ থাকবে।

 

হলের আবাসিক শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, সকালে ঘুম থেকে উঠার পর ক্যান্টিনে গিয়ে দেখতে পাই, ক্যান্টিনের পরিচালক ও তার লোকেরা পালানোয় ক্যান্টিন বন্ধ থাকবে। এমতাবস্থায়, আমাদের অন্য হলের ক্যান্টিন আর বাইরের হোটেলে থেকে খাওয়া ছাড়া কোনো উপায় নাই। এ ভোগান্তি দূর করার জন্য কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

 

শেরে বাংলা হলের ক্যান্টিন পরিচালক সুমনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়৷

 

এ বিষয়ে শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া বলেন, ঘটনা সম্পর্কে আমি অবগত ছিলাম না।  শিক্ষার্থীদের সুবিধার্তে দ্রুতই বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/জা.হ.প্র/জাহা

Link copied!