AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবিতে জাপানে উচ্চশিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০৯:১৩ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
ইবিতে জাপানে উচ্চশিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুবিধা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চের (আইআইইআর) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয়।

 

সেমিনারে আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।

 

অনুষ্ঠানে ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. মিঠুন মুস্তাফিজের সঞ্চালনায় কিনোট স্পিকার ছিলেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ এন্ড সায়েন্স এর ডিন অধ্যাপক ইয়োশীও মায়েদা। কি-নোট শিরোনামের বিষয় ছিলো সাস্টেইনেবল সোসাইটি ক্রিয়েটেড বাই দ্যা ইয়ুথ অব দ্যা ওয়ার্ল্ড এবং এভরি জাপান গ্রুপের সিইও কাওয়ামোতে ইয়াশুহিরো। তাঁর কিনোট শিরোনামের বিষয় ছিলো হায়ার এডুকেশন অ্যান্ড জব অপরচুনিটি ইন জাপান। এসময় বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীরা এ সেমিনারে অংশ নেন।

 

একুশে সংবাদ/আ.হ.প্র/জাহা

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!